'আমরা রেশনের চাল খাই-শুধু ওনার জন্যই মিনিকেট এনেছিলাম', শাহ যেতেই অন্য রূপ বাসুদেব বাউলের

  • শাহ যেতেই অন্য রূপ বাসুদেব বাউলের 
  • উচ্চ শিক্ষার ব্যবস্থার আশ্বাস পেয়েই কি এই বদল
  • ঘোলা জলে মাছ ধরতে চাইছে তৃণমূল 
  • রাজ্য-রাজনীতিতে একাধিক উলটপূরাণ

Ritam Talukder | Published : Dec 23, 2020 4:29 AM IST / Updated: Dec 23 2020, 10:22 AM IST

শাহ যেতেই অন্য রূপ বাসুদেব বাউলের। বাংলা সফরের দ্বিতীয় দিনে বোলপুরে কর্মসূচী অনুযায়ী, অমিত শাহ বাসুদেব বাউলের বাড়ি মধ্যাহ্নভোজ সেরেছিলেন। যা নিয়ে রীতিমত উচ্ছষিত ছিলেন বাসুদেব বাউলও। অথচ শাহ যেতেই অন্য বুলি তাঁর মুখে।

আরও পড়ুন, 'তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না', বাউল শিল্পীর পাশে থাকার আশ্বাস অমিত শাহ-র


বীরভূমের বাসুদেব বাউল জানালেন, 'শুধু অমিত শাহ আসবে বলেই, মিনিকেট চাল আনা হয়েছিল। খাওয়া-দাওয়া করেই উনি চলে গেলেন, অন্য কথা বলা হয়নি।  আমার মেয়ের উচ্চ শিক্ষার ব্যবস্থার আশ্বাস দিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি।' প্রসঙ্গত শুভেন্দুর দল বদলের পরের দিন রবিবার বোলপুরে শাহ সফরে মাত্রা ছাড়ানো ভীড় এবং মানুষের উৎসাহ ক্যামেরায় বারবার ফুটে উঠেছে। এহেন সময় কিছু করার না পেয়ে একই দিনে বঙ্গ ধ্বনি যাত্রা চালিয়েছে তৃণমূল। তবে প্রথমবার মতুয়া সম্প্রদায়ের ক্ষেত্রে মিস গেলেও এবার বাসুদেব বাউলের ক্ষেত্রে আশ্বাস দিতে আর দেরী করেনি বলে মত রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠেছে এরপরেই কি রাতারাতি বদলে গেল  বাসুদেব বাউলের কথাও।

আরও দেখুন, Election Live Update- কাঁথিতে আজ জনসভা সৌগত-ফিরহাদের, পাল্টা চ্যালেঞ্জ দিতে প্রস্তুত শুভেন্দু


যতো ২০২১ নির্বাচনের দিন এগিয়ে আসছে। ক্রমশই রাজ্য-রাজনীতিতে একাধিক উলটপূরাণের ঘটনা ঘটছে। সে বিজেপি ছেড়ে আসা সুজাতা খাঁ-ই হোক কিংবা অনুগ্রাহী বাসুদেব বাউল। তবে ঘোলা জলে মাছ ধরতে চাইছে তৃণমূল, বলছে রাজনৈতিক মহল।


 

Share this article
click me!