- Home
- West Bengal
- West Bengal News
- Election Live Update- পরিবারতন্ত্র নিয়ে শুভেন্দুকে তৃণমূলের তোপ, সঙ্গীতমেলার উদ্বোধনে মমতা
Election Live Update- পরিবারতন্ত্র নিয়ে শুভেন্দুকে তৃণমূলের তোপ, সঙ্গীতমেলার উদ্বোধনে মমতা

সোমবারে তৃণমূলের তরফে ডাকা পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দ্বিতীয় বৈঠকে দেখা করেছিলেন রাজীব বন্দোপাধ্যায়। কিন্তু তারপর মঙ্গলবারের মন্ত্রিসভার বৈঠকে গরহাজির বনমন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়। এবার তাহলে প্রশ্ন উঠছে বৈঠকে তাহলে আদৌ কি কোনও সমাধান মেলেনি। রাজীবকে রাখতে কি মরিয়া তৃণমূল।এখানেই শেষ নয়, বৈঠকে রাজীব সহ আরও রাজ্যের তিন মন্ত্রীও গরহাজির ছিলেন। তাঁরা হলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব, উত্তরবঙ্গ রবীন্দ্রনাথ ঘোষ এবং মৎসমন্ত্রী চন্দ্রনাথ সিনহা।
মুকুলের বাড়িতে শুভেন্দু
সঙ্গীতমেলার উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়
কেউ ছেলের নাম মীরজাফর রাখে না
শুভেন্দু অধিকারীকে বিশ্বাসঘাতক বলে মীরজাফরের সঙ্গে তুলনা করলেন সৌগত রায়। তিনি বলেন, সিরজদৌল্লা হেরে গেলেও, তাঁকেই মনে রেখেছে নামুষ। লোকে তাঁর নামে ছেলের নাম রাখে, কিন্তু নীরজাফরের নামে নাম রাখে না। মীরজাফর, জগৎ সেঠদের মানুষ মনে রাখেনি। শুভেন্দু অধিকারীকেও মনষ মনে রাখবে না।
শুভেন্দু আজ বিশ্বাসঘাতকদের দলে : সৌগত রায়
শুভেন্দু আজ বিশ্বাসঘাতকদের দলে : সৌগত রায়
বিজেপি ৯৯ পেরোবে না: সৌগত
কাঁথির জনসভায় মানুষের ভিড় দেখে সৌগত রায় বললেন, প্রমাণিত হল কাঁথি কোনও পরিবারের জমিদারি নয়। বিজেপি বিঝধানসভা ভোটে ৯৯ টি আসনও পাবে না। অমিত শাহ দিবাস্বপ্ন দেখছেন।
কাঁথিতে সভার আগে তৃণমূলের পদযাত্রা
শুভেন্দু অধিকারির বিজেপি-তে যোগদানের পর পূর্ব মেদিনীপুরে তৃণমূলের এই জনসভা। কাঁথিতে সভার আগে শাসক দলের পদযাত্রা। এই পথ যাত্রায় উপস্থিত রয়েছেন সৌগত রায়-ফিরহাদ হাকিম। সবার প্রধাণ বক্তাও এই দুই মন্ত্রী। রয়েছেন বিধায়ক অখিল গিরি-ও।
বেকার যুবকদের পরিসংখ্যান নিয়ে তোপ দিলীপের
কাঁথিতে তৃণমূলের জনসভা, একই সময় দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে হাজির দিলীপ ঘোষ। মঞ্চ থেকেই হুঙ্কার। হাতিয়ার করলেন বেকারত্বের হারকে। ৪০ লক্ষ বেকার যুবক বাংলা ছেড়েছে। উন্নয়নকে কটাক্ষ করে কারণ জানতে চাইলেন দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষ বলেন মানুষের সেবা করা উচিৎ ছিল তৃণমূলের
নাম না করে 'অধিকারী' পরিবারকে তোপ সৌগতর
কাঁথিতে তৃণমূলের সভার শুরুতেই আক্রমণাত্বক সৌগত রায়। আজকের মিছিলকে কাঁথির বুকে ঐতিহাসিক বললেন প্রবীণ তৃণমূল নেতা। একইসঙ্গে নাম না করে শুভেন্দু অধকারীর বিরুদ্ধে তোপ দেগে সৌগত রায় বলেন, এই মিছিল প্রমাণ করল কাঁথি কোনও পরিবারের একার গড় নয়।
নাম না করে 'অধিকারী' পরিবারকে তোপ সৌগতর
কাঁথিতে তৃণমূলের সভার শুরুতেই আক্রমণাত্বক সৌগত রায়। আজকের মিছিলকে কাঁথির বুকে ঐতিহাসিক বললেন প্রবীণ তৃণমূল নেতা। একইসঙ্গে নাম না করে শুভেন্দু অধকারীর বিরুদ্ধে তোপ দেগে সৌগত রায় বলেন, এই মিছিল প্রমাণ করল কাঁথি কোনও পরিবারের একার গড় নয়।
নাম না করে 'অধিকারী' পরিবারকে তোপ সৌগতর
কাঁথিতে তৃণমূলের সভার শুরুতেই আক্রমণাত্বক সৌগত রায়। আজকের মিছিলকে কাঁথির বুকে ঐতিহাসিক বললেন প্রবীণ তৃণমূল নেতা। একইসঙ্গে নাম না করে শুভেন্দু অধকারীর বিরুদ্ধে তোপ দেগে সৌগত রায় বলেন, এই মিছিল প্রমাণ করল কাঁথি কোনও পরিবারের একার গড় নয়।
নাম না করে 'অধিকারী' পরিবারকে তোপ সৌগতর
কাঁথিতে তৃণমূলের সভার শুরুতেই আক্রমণাত্বক সৌগত রায়। আজকের মিছিলকে কাঁথির বুকে ঐতিহাসিক বললেন প্রবীণ তৃণমূল নেতা। একইসঙ্গে নাম না করে শুভেন্দু অধকারীর বিরুদ্ধে তোপ দেগে সৌগত রায় বলেন, এই মিছিল প্রমাণ করল কাঁথি কোনও পরিবারের একার গড় নয়।
নাম না করে 'অধিকারী' পরিবারকে তোপ সৌগতর
কাঁথিতে তৃণমূলের সভার শুরুতেই আক্রমণাত্বক সৌগত রায়। আজকের মিছিলকে কাঁথির বুকে ঐতিহাসিক বললেন প্রবীণ তৃণমূল নেতা। একইসঙ্গে নাম না করে শুভেন্দু অধকারীর বিরুদ্ধে তোপ দেগে সৌগত রায় বলেন, এই মিছিল প্রমাণ করল কাঁথি কোনও পরিবারের একার গড় নয়।
নাম না করে 'অধিকারী' পরিবারকে তোপ সৌগতর
কাঁথিতে তৃণমূলের সভার শুরুতেই আক্রমণাত্বক সৌগত রায়। আজকের মিছিলকে কাঁথির বুকে ঐতিহাসিক বললেন প্রবীণ তৃণমূল নেতা। একইসঙ্গে নাম না করে শুভেন্দু অধকারীর বিরুদ্ধে তোপ দেগে সৌগত রায় বলেন, এই মিছিল প্রমাণ করল কাঁথি কোনও পরিবারের একার গড় নয়।
নাম না করে 'অধিকারী' পরিবারকে তোপ সৌগতর
কাঁথিতে তৃণমূলের সভার শুরুতেই আক্রমণাত্বক সৌগত রায়। আজকের মিছিলকে কাঁথির বুকে ঐতিহাসিক বললেন প্রবীণ তৃণমূল নেতা। একইসঙ্গে নাম না করে শুভেন্দু অধকারীর বিরুদ্ধে তোপ দেগে সৌগত রায় বলেন, এই মিছিল প্রমাণ করল কাঁথি কোনও পরিবারের একার গড় নয়।
নাম না করে 'অধিকারী' পরিবারকে তোপ সৌগতর
কাঁথিতে তৃণমূলের সভার শুরুতেই আক্রমণাত্বক সৌগত রায়। আজকের মিছিলকে কাঁথির বুকে ঐতিহাসিক বললেন প্রবীণ তৃণমূল নেতা। একইসঙ্গে নাম না করে শুভেন্দু অধকারীর বিরুদ্ধে তোপ দেগে সৌগত রায় বলেন, এই মিছিল প্রমাণ করল কাঁথি কোনও পরিবারের একার গড় নয়।
নাম না করে 'অধিকারী' পরিবারকে তোপ সৌগতর
কাঁথিতে তৃণমূলের সভার শুরুতেই আক্রমণাত্বক সৌগত রায়। আজকের মিছিলকে কাঁথির বুকে ঐতিহাসিক বললেন প্রবীণ তৃণমূল নেতা। একইসঙ্গে নাম না করে শুভেন্দু অধকারীর বিরুদ্ধে তোপ দেগে সৌগত রায় বলেন, এই মিছিল প্রমাণ করল কাঁথি কোনও পরিবারের একার গড় নয়।
নাম না করে 'অধিকারী' পরিবারকে তোপ সৌগতর
কাঁথিতে তৃণমূলের সভার শুরুতেই আক্রমণাত্বক সৌগত রায়। আজকের মিছিলকে কাঁথির বুকে ঐতিহাসিক বললেন প্রবীণ তৃণমূল নেতা। একইসঙ্গে নাম না করে শুভেন্দু অধকারীর বিরুদ্ধে তোপ দেগে সৌগত রায় বলেন, এই মিছিল প্রমাণ করল কাঁথি কোনও পরিবারের একার গড় নয়।
নাম না করে 'অধিকারী' পরিবারকে তোপ সৌগতর
কাঁথিতে তৃণমূলের সভার শুরুতেই আক্রমণাত্বক সৌগত রায়। আজকের মিছিলকে কাঁথির বুকে ঐতিহাসিক বললেন প্রবীণ তৃণমূল নেতা। একইসঙ্গে নাম না করে শুভেন্দু অধকারীর বিরুদ্ধে তোপ দেগে সৌগত রায় বলেন, এই মিছিল প্রমাণ করল কাঁথি কোনও পরিবারের একার গড় নয়।
নাম না করে 'অধিকারী' পরিবারকে তোপ সৌগতর
কাঁথিতে তৃণমূলের সভার শুরুতেই আক্রমণাত্বক সৌগত রায়। আজকের মিছিলকে কাঁথির বুকে ঐতিহাসিক বললেন প্রবীণ তৃণমূল নেতা। একইসঙ্গে নাম না করে শুভেন্দু অধকারীর বিরুদ্ধে তোপ দেগে সৌগত রায় বলেন, এই মিছিল প্রমাণ করল কাঁথি কোনও পরিবারের একার গড় নয়।