মুণ্ডেশ্বরী নদীর মাটি খনন কাজ দেখতে গিয়ে পানসি নৌকা উল্টে দামোদরের জলে তলিয়ে গেল ২ মেধাবী ছাত্র। ১৪ ঘন্টা কেটে গেলেও নিখোঁজ ২ জনের কোনও হদিশ পাওয়া যায়নি বলে খবর।
ভরা বর্ষায় দামোদর নদে মর্মান্তিক দুর্ঘটনা। মুণ্ডেশ্বরী নদীর মাটি খনন কাজ দেখতে গিয়ে পানসি নৌকা উল্টে দামোদরের জলে তলিয়ে গেল ২ মেধাবী ছাত্র। একই নৌকোয় ৪ বন্ধু মাটি খোঁড়ার কাজ দেখতে গেলে নৌকোটি সম্পূর্ণ পালটি খেয়ে চার জনেই জলে ডুবে যায়। তার মধ্যে ২ জন কোনও রকমে সাঁতার কেটে পাড় অবদি পৌঁছতে পারলেও বাকি দুজনকে একেবারেই খুঁজে পাওয়া যায়নি।
ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের জামালপুরের জ্যোতশ্রীরাম পঞ্চায়েতের জ্যোতচাঁদ ঘাট এলাকায়। স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাদের সহযোগিতায় নিখোঁজ দুই যুবকের খোঁজ চালানো হচ্ছে দামোদর নদে। বিপর্যয় মোকাবিলা দফতরের ২৫ জনের টিম সহ ডুবুরি খোঁজ চালাচ্ছে। উপস্থিত রয়েছেন জামালপুর থানার পুলিশ আধিকারিকরাও। নিখোঁজ দুই যুবকের নাম সৌগত বেরা এবং সৈকত মান্না। যাঁরা প্রাণে রক্ষা পেয়েছেন তাঁদের নাম সমরেশ বাগ এবং সৌরভ ধারা।
নিখোঁজ সৈকত মান্না ব্যাঙ্গালোরের একটি কলেজে প্যারামেডিকেলের ছাত্র আর সৌগত বেরা পূর্ব বর্ধমানেরই স্থানীয় এক কলেজের ছাত্র। তাঁরা দুজনেই মেধাবী পড়ুয়া বলে জানিয়েছেন এলাকার মানুষ। সৈকত, সৌগত, সমরেশ এবং সৌরভ, চারজনেই জামালপুরের জ্যোতচাঁদ এলাকার বাসিন্দা। ১৪ ঘন্টা কেটে গেলেও নিখোঁজ ২ জনের কোনও হদিশ পাওয়া যায়নি বলে খবর। ঘটনার জেরে শোকস্তব্ধ গোটা এলাকা। শোকে মুহ্যমান হয়ে পড়েছেন ২ ছাত্রের পরিবারের সদস্যরাও।
শনিবার সন্ধ্যার পর চারজন বন্ধু মিলে দামোদর নদে পানসি নৌকা চেপে বেরাতে বের হন। মাঝি ছাড়া তাঁরা নিজেরাই ছোট্ট নৌকাটি চালাচ্ছিলেন বলে খবর। জলের তোড়ে জ্যোতচাঁদ ঘাট সংলগ্ন পাইকপাড়ায় হঠাৎ করেই পানসি নৌকাটি উল্টে যায় এবং দামোদরের জলে ডুবে যায় একসাথে চারজনেই। দু'জন কোনওরকমে রক্ষা পেলেও বাকি দু’জনের খোঁজ মেলেনি। বর্ষার মরশুমে ও গত দু'দিনের প্রবল বৃষ্টিতে ভয়ানকভাবে জল বেড়েছে দামোদরে। স্থানীয় বাসিন্দা কিশোর দাস বলেন,দামোদরের শাখানদী মুণ্ডেশ্বরী নদীতে খনন কাজ চলছে। চার বন্ধু পানসি নৌকা নিয়ে ওই নদীর খনন কাজ দেখতে যায়। কিছুক্ষণ পর থেকেই নৌকার ভিতর জল ঢুকতে শুরু করে এবং কিছু সময় পরেই নৌকাটি উলটে গিয়ে দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন-
চুপির চরে নৌকাডুবি, এখনও নিখোঁজ এক পর্যটক
হাঁটুজল পেরোলে নষ্ট হবে দামী জুতো, উদ্ধারকারীর পিঠে চাপলেন বিজেপি বিধায়ক, দেখুন ভাইরাল ভিডিও
ডোকরার নৌকা থেকে মীনে করা পাখি- ইউরোপ সফরে একের পর এক অসাধারণ উপহার দিলেন মোদী