ছাগশিশুর এক চোখ, অদ্ভুত দর্শন প্রাণিকে নিয়ে হইচই বর্ধমানে

  • ছাগল ছানার একটি মাত্র চোখ
  • বুধবার জন্ম ছাগল ছানাটির
  • নাকও নেই ছাগশিশুটির
  • মুখ দিয়েই নিঃশ্বাস নিচ্ছে ছানাটি

মানুষ হোক বা পশুপাখি, সকলেরই দুটি করে চোখ। কিন্তু সেই প্রকৃতির নিয়মের ব্যতিক্রম ঘটাল এক ছাগশিশু। জন্মথেকেই মাত্র একটি চোখ নিয়ে জন্মেছে এই ছাগলছানাটি।

বর্ধমানের কাঞ্চননগর এলাকার বাসিন্দা চন্দনা সুর। বাড়িতে ছাগল পালন করেন চন্দনাদেবী। দিন দুয়েক আগে তাঁর বাড়ির একটি ছাগল সন্তান প্রসব করে। আর তারপরেই ছাগল ছআনাটিকে দেখে বাড়ির সকলের চক্ষু চড়কগাছ। 

Latest Videos

 

 

জন্মথেকেই ছাগল ছানাটির একটা মাত্র চোখ। সেই চোখটিও আবার কপালে। নাক নেই, তবে মুখ আছে। এই খবর ছড়িয়ে পড়তেই চন্দনা সুরের বাড়িতে স্থানীয় মানুষের ভিড় জমতে থাকে ছাগলটিকে দেখার জন্য।

এইরকম দেখতে ছাগল আগে কেউই দেখেননি বলে দাবি স্থানীয়দের। একদম অন্যরকম দেখতে। নাক নেই, তাই মুখ দিয়েই নিঃশ্বাস নিচ্ছে ছাগলছানাটি। দেখতে ঠিক অনেকটা উপকথার চক্ষু চড়কগাছের মতো।

জন্মের পর থেকেই ছাগল ছানাটি কিছুই  খেতে চাইছে না।  এই অবস্থায় পশু চিকিৎসকদের কাছে নিয়ে যাওয়া হচ্ছে ছাগশিশুটিকে। 

Share this article
click me!

Latest Videos

‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি
মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News
শুরু জোর তল্লাশি, Bangladesh থেকে Gosaba! জঙ্গি ও অনুপ্রবেশ রুখতে রাস্তায় নামল পুলিশ | Gosaba News
'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope