রথ চলতেই আচমকা পড়ে গেল সাত বছরের ছেলেটা, কিছু বুঝে ওঠার আগেই সব শেষ

Published : Jul 12, 2021, 10:41 PM IST
রথ চলতেই আচমকা পড়ে গেল সাত বছরের ছেলেটা, কিছু বুঝে ওঠার আগেই সব শেষ

সংক্ষিপ্ত

আচমকা রথ টানায় টাল সামলাতে না পেরে নীচে পড়ে যায় ওই বালক। তার ওপর দিয়েই রথ চলে যায়।

মর্মান্তিক। রথযাত্রার আনন্দ মুহুর্তে পরিণত হল শোকের হাহাকারে। রথের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক বালকের। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার মাধাইপুর এলাকায়। মৃত বালকের নাম সঞ্জয় সাহা। বয়স সাত বছর। রথযাত্রা উৎসব শেষ হয়ে যাওয়ার পর রথের উপরে উঠে খেলছিল ওই বালক। বেশকিছু ভক্ত রথ টেনে তখনই প্রণাম করতে যান। 

আচমকা রথ টানায় টাল সামলাতে না পেরে নীচে পড়ে যায় ওই বালক। তার ওপর দিয়েই রথ চলে যায়। চাকার নীচে চাপা পড়ে যায় সঞ্জয়। গুরুতর জখম অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। 

তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা সঞ্জয়কে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে পৌঁছয় মালদহ থানার পুলিশ। ওই শিশু মালদহের রসিলাদহ এলাকার বাসিন্দা। স্থানীয় রূপ সনাতন মন্দির কর্তৃপক্ষ ওই রথের আয়োজক। এরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে, কল্পনা করতে পারেননি কেউ। গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

PREV
click me!

Recommended Stories

টিকিটের ১০০% টাকা ফেরত দিতে হবে, একই সঙ্গে সুজিত-অরূপকে গ্রেফতারের দাবি শুভেন্দুর
মেসির সফরে ভাঙচুর 'কালকাতার কালো দিন', রাজ্যপাল সিভি আনন্দ বোসের নিদান সরকারকে