রথ চলতেই আচমকা পড়ে গেল সাত বছরের ছেলেটা, কিছু বুঝে ওঠার আগেই সব শেষ

আচমকা রথ টানায় টাল সামলাতে না পেরে নীচে পড়ে যায় ওই বালক। তার ওপর দিয়েই রথ চলে যায়।

মর্মান্তিক। রথযাত্রার আনন্দ মুহুর্তে পরিণত হল শোকের হাহাকারে। রথের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক বালকের। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার মাধাইপুর এলাকায়। মৃত বালকের নাম সঞ্জয় সাহা। বয়স সাত বছর। রথযাত্রা উৎসব শেষ হয়ে যাওয়ার পর রথের উপরে উঠে খেলছিল ওই বালক। বেশকিছু ভক্ত রথ টেনে তখনই প্রণাম করতে যান। 

আচমকা রথ টানায় টাল সামলাতে না পেরে নীচে পড়ে যায় ওই বালক। তার ওপর দিয়েই রথ চলে যায়। চাকার নীচে চাপা পড়ে যায় সঞ্জয়। গুরুতর জখম অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। 

Latest Videos

তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা সঞ্জয়কে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে পৌঁছয় মালদহ থানার পুলিশ। ওই শিশু মালদহের রসিলাদহ এলাকার বাসিন্দা। স্থানীয় রূপ সনাতন মন্দির কর্তৃপক্ষ ওই রথের আয়োজক। এরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে, কল্পনা করতে পারেননি কেউ। গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Share this article
click me!

Latest Videos

জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata
মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News
Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News
জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি Canning-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম | Canning News
Daily Horoscope: ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল