ইংল্যান্ড থেকে ফিরেই 'করোনা'র কবলে, হাসপাতালে ভর্তি চিকিৎসক

  • বাঁকুড়ায় ক্যাম্প করতে গিয়ে বিপত্তি
  • করোনা সন্দেহে হাসপাতালে ভর্তি চিকিৎসক
  • দিন কয়েক আগে দেশে ফিরেছেন তিনি
  • নজর রাখা হচ্ছে তাঁর সঙ্গীদের উপরও
     

এ রাজ্যে করোনার আতঙ্ক উত্তরোত্তর বাড়ছে। যতদিন দিন যাচ্ছে, করোনা সন্দেহে রোগীদের ভিড় বাড়ছে হাসপাতালে। সেই তালিকা বাদ গেলেন না চিকিৎসকও! বাঁকুড়ার সম্মিলনী মেডিক্যাল কলেজে ও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি তিনি। 

আরও পড়ুন: করোনা আতঙ্কে শুনসান ডুয়ার্স, বিপুল ক্ষতির মুখে পর্যটন ব্যবসা

Latest Videos

ওই চিকিৎসকের নাম বিশ্বজিৎ মণ্ডল। এদেশে ছিলেন না তিনি। ইংল্যান্ড থেকে ফিরেছেন বৃহস্পতিবার। কুষ্ঠ হাসপাতালে ক্যাম্প করতে রবিবার বাঁকুড়ায় আসেন ওই চিকিৎসক। উঠেছিলেন বাঁকুড়া শহরের একটি হোটেলে। বিপত্তি ঘটে সোমবার। জানা গিয়েছে, সকালে আচমকাই জ্বর আসে বিশ্বজিতের। সঙ্গে গলা ব্যাথা। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় বাঁকুড়া  সম্মিলনী মেডিক্যাল কলেজে আইসোলেশন ওয়ার্ডে। কুষ্ঠ হাসপাতালে ক্যাম্প করতে এসে কী করোনায় আক্রান্ত হলেন? এখনই নিশ্চিত করে কিছু বলতে পারছেন না চিকিৎসকরা। পরীক্ষার করা জন্য় রোগীর শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে বলে খবর। এদিকে বিশ্বজিতের সঙ্গে আরও বেশ কয়েকজন চিকিৎসক এসেছেন বাঁকুড়ায়। তাঁদের উপরও নজর রাখা হচ্ছে।

আরও পড়ুন: আইসোলেশন ওয়ার্ডে তালা, 'করোনা আক্রান্ত'কে আতঙ্ক ছড়াল হাসপাতালে

উল্লেখ্য, এ রাজ্যে এখনও পর্যন্ত কেউ করোনায় আক্রান্ত হননি। তবে সংক্রমণ ঠেকাতে সতর্ক প্রশাসন। পরিস্থিতি মোকাবিলায় ২০০ কোটি টাকার তহবিল তৈরি করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে ৩১ মার্চের পরিবর্তে ১৫ এপ্রিল পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  বস্তুত, করোনা সংক্রমণ ঠেকাতে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যাচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনও।
  

Share this article
click me!

Latest Videos

'এটা কোন মুখ্যমন্ত্রী? হিন্দুদের দায়িত্ব মুসলিমরা নেবে, বাংলাদেশ হয়ে যাবে তো' | Suvendu Adhikari
রাগের মাথায় এ কী করে বসলো স্বামী! দেখলে আঁতকে উঠবেন, চাঞ্চল্য Nadia-এ | North 4 Parganas News Today
সুকান্ত মজুমদারকে বিজেপির নবজাতক আখ্যা কুণালের, পাল্টা দিয়ে যা বললেন সুকান্ত : Sukanta on Kunal
নেতাজির 'মৃত্যুদিন' ঘোষণা রাহুলের, ক্ষোভ উগরে একহাত নিলেন সুকান্ত মজুমদার | Sukanta on Rahul
‘Mamata Banerjee আর Modi দুজনেই ‘বিভাজনের রাজনীতি করছেন’ বিস্ফোরক মন্তব্য Adhir Ranjan Chowdhury