আবারও বজ্রাঘাতে মৃত্যু রাজ্যে, পূর্ব বর্ধমানে গত ১৪ দিনে মৃত ৭

  • পূর্ব বর্ধমানে আরও এক কৃষকের মৃত্যু 
  • ব্রজাঘাতে মৃত্যু হল কৃষকের 
  • জেলায় এপর্যন্ত মৃত ৭ 
  • চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের 

ব্লকে বজ্রপাতে এক চাষির মৃত্যু হল । মৃতর নাম উত্তম দাস (৫৩)।তার বাড়ি জামালপুর ২ পঞ্চায়েতের বকুলতলা এলাকায় ।চলতি জুন মাসের এদিন পর্যন্ত বজ্রপাতে  জামালপুর ব্লকের ৭ জন বাসিন্দা প্রাণ হারালেন। এই ভাবে বজ্রপাতে একের পর এক বাসিন্দার মৃত্যু চিন্তা বাড়িয়েছে প্রশাসনের  ।একমাত্র রোজগেরে ব্যক্তির এমন অকাল মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছেন পরিবার পরিজন । 

ভারতীয়দের কাছে মাটি হল মা, রাষ্ট্রসংঘে ভূমি বাঁচাতে একগুচ্ছ পরিকল্পনার কথা বললেন প্রধানমন্ত্রী মোদী ...

Latest Videos

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বকুলতলা  গ্রামের বাসিন্দা উত্তম দাস পেশায় ছিলেন কৃষক । বাড়ি লাগোয়া চাষের জমিতে তিনি  তিল চাষ করেছিলেন। মৃতর ভাই দিলীপ দাস বলেন,জমিতে কাটা পড়ে থাকা তিল গাছ এদিন দুপুরে গুছিয়ে রাখতে যায় তাঁর দাদা । 

লাদাখ স্ট্যান্ড অফের মতই ভারত দক্ষিণে চিনকে অস্বস্তিতে ফেলতে পারে ...
তখন বজ্রপাত সহ বৃষ্টিপাত শুরু হয়।বজ্রপাতে জখম হয়ে উত্তম দাস মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে জামালপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ।প্রশাসন সূত্রে  আরও জানা গিয়েছে ,এদিনই দুপুরে জেলার ভাতারের ওড়গ্রামে বজ্রপাতে ৪ টি গরুর মৃত্যু হয়েছে । বরাত জোরে প্রাণে বেঁচে গিয়েছেন মৃত গরুগুলির মালিকরা ।

চাষির মৃত্যুর খবর পেয়েই জামালপুর বিধানসভার বিধায়ক অলোক মাঝি ,পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খাঁন ,ব্লকের বিপর্যয় ব্যাবস্থাপন আধিকারিক ফাল্গুনী মুখোপাধ্যায় জামালপুর হাসপাতালে পৌছে  মৃত্যুর ঘটনা বিষয়ে সবিস্তার খোঁজ খবর নেন ।পরিবারটির পাশে থাকার ব্যাপারে আশ্বস্ত করেন । 

বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে চেয়ে ধর্না, দলবদলের অভিনব উদ্যোগ বীরভূমে ...

বিধায়ক অলোক মাঝি ও সমিতির সভাপতি মেহেমুদ খাঁন বলেন,’এই বছরে জামালপুরে বজ্রপাতে মৃত্যুর ঘটনা অস্বাভাবিক ভাবে বেড়ে গিয়েছে। চলতি জুন মাাসের এদিন পর্যন্ত  জামালপুরের ৭ জন বাসিন্দা বজ্রাঘাতে মারা গেলেন । জামালপুরে এইভাবে বজ্রপাত বৃদ্ধি প্রশাসনকেও ভাবিয়ে তুলেছে ’।মেহেমুদ খাঁন বলেন ’,বজ্রপাতের প্রাণ খোয়ানোর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কি কি করনীয় সেই বিষয়ে সরকারী ভাবে প্রচার চালানো হচ্ছে । সবাইকে তিনি সেই  সতর্কীকরণ মনে চলার কথা বলেন’ । বিপর্যয় ব্যাবস্থাপন আধিকারিক ফাল্গুনী মুখোপাধ্যায় বলেন ,’মৃতর পরিবার যাতে দ্রুত সরকারী আর্থিক সহায়তা পায় তার ব্যবস্থা করা হচ্ছে ’।

Share this article
click me!

Latest Videos

Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
উপনির্বাচনে (By Election) কেমন ফল করবে বিজেপি? দেখুন কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul