বাঁকুড়ার পোড়াপাহাড়ের গায়ে আদিম মানুষের গুহা! ভেতরে হদিশ মিলল কুঠুরিরও

সোমবার বাঁকুড়ার খাতড়ায় সন্ধান মিলেছে একটি পোড়া পাহাড়ের মধ্যে এক বিশালাকার গুহার। এই গুহার দৈর্ঘ্য, প্রস্থ ও আকার আকৃতি দেখে এখানে এককালে আদিম মানুষের উপস্থিতির সম্ভাবনা আছে বলে ধারণা স্থানীয় গবেষকদের।
 

বাঁকুড়ায় সন্ধান মিলল আদিম মানুষের গুহার! ঘটনায় হতবাক গবেষকরা। বাঁকুড়ার খাতড়ার একটি পোড়াপাহাড়ে হদিশ মিলল এই গুহার। গুহার দৈর্ঘ্য ও আকার আরও অবাক করেছে স্থানীয় গবেষকদের। শুধু তাই নয় গুহার মধ্যে মিলেছে বেশ কিছু কুঠুরির হদিশও। কিন্তু এই জনমানবহীন পাহাড়ে কারা বানালো এই কুঠুরি? কবেই বা তৈরি হয়েছে এই কুঠুরি গুলি? নব আবিষ্কৃত এই গুহা নিয়ে উঠে আসছে একাধিক প্রশ্ন। 

সোমবার বাঁকুড়ার খাতড়ায় সন্ধান মিলেছে একটি পোড়া পাহাড়ের মধ্যে এক বিশালাকার গুহার। এই গুহার দৈর্ঘ্য, প্রস্থ ও আকার আকৃতি দেখে এখানে এককালে আদিম মানুষের উপস্থিতির সম্ভাবনা আছে বলে ধারণা স্থানীয় গবেষকদের। যদিও এই তথ্য প্রতিষ্ঠা করতে আরও জোরালো প্রমাণ প্রয়োজন বলেও জানিয়েছেন গবেষকরা। 

Latest Videos

স্থানীয় লোকগবেষক মধুসূদন মাহাতো  পোড়া পাহাড়ের মাঝে এই গুহার সন্ধান পেয়েছেন। এই গুহার উচ্চতা ৬ ফুট ও চওড়ায় ৪-৫ ফুট। কিছু দূরে গিয়ে আবার দুভাবে ভাগ হয়ে গিয়েছে গুহাটি। ডান দিকে আরও প্রসস্থ সুড়ঙ্গ। এখানে দৈর্ঘ্য প্রায় ৬০ ফুট। তারপর সুড়ঙ্গের ওই অংশ পাহাড়ের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। আবার বাঁ দিকে এই গুহার দৈর্ঘ্য প্রায় ২০০ ফুট। এই অংশেই মেলে আরও চমক। সুরঙ্গের দুদিকে ২০ ফুট লম্বা ও ৭ ফুট চওড়া মোট সাতটি সুরঙ্গের সন্ধান পাওয়া গিয়েছে। গবেষকদের মতে এই কুঠুরিগুলি মানুষের বসবাসের জন্য উপযুক্ত। 

স্থানীয় গবেষকদের মতে পাহাড়ের গায়ে পাথর কেটে তৈরি হয়েছে এই গুহা। স্থানীয় গবেষক মধুসূদন মাহাতো এই প্রসংঙ্গে জানিয়েছেন, "এই সুরঙ্গ গুহাবাসী আদিম মানুষের হতে পারে। এই সুরঙ্গকে সংরক্ষণ করা উচিত।" তবে কোনও সিদ্ধান্তে আসার আগে এই সুরঙ্গ নিয়ে আরও গবেষণার প্রয়োজন আছে বলেই জানিয়েছেন তিনি। 

 


আরও পড়ুন- লক্ষ্মীপুজোর দিন গৃহসজ্জায় মেনে চলুন এই বিশেষ টিপস, জেনে নিন কী কী করবেন

আরও পড়ুন- লক্ষ্মীপুজোর ভোগবৃত্যান্ত, পুজোয় কি কি ভোগ নিবেদন করা হয় চঞ্চলা লক্ষ্মীকে

আরও পড়ুন- ঘরে লক্ষ্মী বাস চাইলে করুন এই কাজ, কোনও দিন হবে না অর্থের অভাব

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury