খনিতে কাজ করতে নেমে নিখোঁজ শ্রমিক, ইসিএলের বিরুদ্ধে বসার হুমকি গ্রামবাসীদের

  • খনিতে কাজ করতে নেমে নিখোঁজ
  • এক সপ্তাহের পরেও সন্ধান মিলল না শ্রমিকের
  • ইসিএলের ভূমিকায় ক্ষোভ স্থানীয়দের
  • পুরুলিয়ার নিতুরিয়ার ঘটনা
     

Asianet News Bangla | Published : Oct 27, 2020 5:00 PM IST

বুদ্ধদেব পাত্র, পুরুলিয়া:  খনিতে কাজ করতে নেমেছিলেন, কিন্তু আর ওঠে আসেনি। এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও খোঁজ নেই ওই শ্রমিকের। ইসিএলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বিধায়ক। অনশনের বসার হুমকি দিয়েছেন গ্রামবাসীরাও। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার নিতুরিয়ার দুব্বেশ্বরী কোলিয়াড়িতে।

আরও পড়ুন: বাড়ির সামনে বিজেপি সমর্থককে গুলি করে খুন, দশমীর রাতে রক্ত ঝরল কোচবিহারে
 
জানা গিয়েছে, নিখোঁজ শ্রমিকের নাম নূর মহম্মদ। বাড়ি, স্থানীয় সড়বড়ি গ্রাম পঞ্চায়েতের নিমডাঙা গ্রামে। রোজকার মতোই ১৯ সেপ্টেম্বর কোলিয়াড়িতে কাজ করতে গিয়েছিলেন নূর। আর ফেরেননি তিনি। এরপর পরিবারের লোকেরা জানতে পারেন, খনিতে কাজ করতে নেমেছেন নিখোঁজ হয়ে গিয়েছেন ওই শ্রমিক। বড়ছেলে শেখ জামালের দাবি, ইসিএস কর্তৃপক্ষ ৬ দিন সময় চেয়েছিল। কিন্তু ৯ দিন পেরিয়ে গেলেও এখনও বাবার কোনও খোঁজ পাননি। মঙ্গলবার ইসিএলের দুব্বেশ্বরী কোলিয়াড়িতে যান স্থানীয় বিধায়ক পূর্ণচন্দ্র বাউড়ি। কোলিয়াড়ি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। ইসিএলের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন বিধায়ক। 

আরও পড়ুন: বির্সজনের আগেই পুড়ল মণ্ডপ, ফের দুর্গাপুজো করার সিদ্ধান্ত উদ্যোক্তাদের

৯ দিন পরেও কেন নূর মহম্মদের খোঁজ মিলল না? ক্ষোভ বাড়ছে গ্রামবাসীদেরও। মঙ্গলবার দুব্বেশ্বরী কোলিয়াড়ির সামনে জমায়েত করেন তাঁরা। অবিলম্বে বিষয়টি মীমাংসা না হলে অনশনে বসার হুমকিও দিয়েছেন নিখোঁজ শ্রমিকের প্রতিবেশীরা। মুখে কুলুপ এঁটেছে কোলিয়াড়ি কর্তৃপক্ষ।

Share this article
click me!