গুজরাটে কাজ করতে গিয়ে খুন বাংলার পরিযায়ী শ্রমিক, কাঠগড়ায় BJP

ভিন রাজ্যে কাজ করতে গিয়ে খুন হলেন বাংলার পরিযায়ী শ্রমিক। রবিবার বাড়ি ফিরল তাঁর কফিনবন্দি দেহ।

মলদহ-তনুজ জৈন: ভিন রাজ্যে কাজ করতে গিয়ে খুন হলেন বাংলার পরিযায়ী শ্রমিক। করোনার জন্য বাড়ি ফিরেছিলেন। কিন্তু এলাকায় তেমন কাজের সন্ধান ছিল  না। তাই করোনা আবহেই ঝুঁকি নিয়ে ফের পাঁচমাস আগে ভিন্ রাজ্যে কাজে গিয়েছিলেন। খুব শীঘ্রই গুজরাত থেকে বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু আর বাড়ি ফেরা হল না মলদহের হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের কনকনিয়া এলাকার ওই পরিযায়ী শ্রমিকের। সেখানেই খুন হলেন তিনি। 

আরও পড়ুন, 'বাড়িতে বসে বেতন নিতে আমার খুব অস্বস্তি', প্রধান শিক্ষকের 'দুয়ারে পাঠশালা'য় চির কৃতজ্ঞ সবাই
রবিবার বাড়ি ফিরল তার কফিনবন্দি দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর বাহান্নর ওই শ্রমিকের নাম ফুদন মণ্ডল। এদিন গুজরাত থেকে ওই শ্রমিকের দেহ এলাকায় পৌঁছতেই পরিবারের পাশাপাশি এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। গুজরাতে টাওয়ার তৈরির কাজ করতেন ফুদন। করোনাকালে তো বটেই আগেও ভিন রাজ্যে একাধিক শ্রমিকের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। খুনও হতে হয়েছে কয়েকজনকে। আবারও এক শ্রমিক খুন হওয়ার ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 'এলাকায় কাজ নেই বলেই ভিন রাজ্যে শ্রমিকদের পাড়ি দিতে হচ্ছে' বলে নাম না করেই মমতার সরকারের বিরুদ্ধে বিজেপির অভিযোগ। যদিও বিজেপি শাসিত গুজরাতে এরাজ্যের শ্রমিক খুন হওয়ার বিষয়টিকে কটাক্ষ করতে ছাড়েননি হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তজমুল হোসেন। শুরু হয়েছে তৃণমূল বিজেপির চাপানউতোর।

Latest Videos

আরও পড়ুন, Coal Scam: কয়লাকাণ্ডে ED-র মুখোমুখি হবেন অভিষেক, আজই দিল্লি পাড়ি দিলেন তৃণমূলের যুবরাজ

মৃতের পরিবার ও স্থানীয় সাদলিচক পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, ৩০ বছর ধরে ভিন রাজ্যে কাজ করেই সংসার চালাতেন ফুদন। কনকনিয়া এলাকায় বাড়ি বলতে ভাঙাচোরা মাটির বাড়ির উপরে টালির ছাদ। তার দুই ছেলে জ্যোতিশ ও দীপেন্দ্রও পরিযায়ী শ্রমিক। তারা উত্তরপ্রদেশে থাকেন। বাবার মৃত্যুর কথা জানতে পেরেই বাড়ি ফিরেছেন। বাড়িতে রয়েছেন স্ত্রী আশা মণ্ডল। পরিবারের লোকজন জানিয়েছেন, গুজরাতের জামনগরে থাকতেন ফুদন। শুক্রবার টাওয়ারের কাজ করছিলেন ফুদন। সেখানেই মাথায় লোহার রড দিয়ে আঘাত করে একজন। পুরনো কোনও শত্রুতার জেরেই তাকে খুন করা হয় বলে সন্দেহ। আহত অবস্থায় ফুদনকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই পরে মারা যায় তিনি। অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে বলেও বাড়ির লোকজন জানতে পেরেছেন।

আরও পড়ুন, By Poll: 'মেয়ে ঘরে ফিরে এসেছে', শিক্ষক দিবসে ভবানীপুর ইস্য়ুতে বিরোধীদের তোপ ফিরহাদের

 মৃত পরিযায়ী শ্রমিকের স্ত্রী আশা দেবী মন্ডল বলেন, 'সঠিকভাবে আমরা জানি না ঘটনাটা কি হয়েছিল। তবে সেখানে কয়েক জনের মধ্যে ঝামেলা হয়েছিল। রড দিয়ে মেরে খুন করা হয়েছে। আমার দুই ছেলে, দুই মেয়ে। রেশন ছাড়া কোনও সরকারি সুযোগ-সুবিধা পায় না। এখন কীভাবে সংসার চলবে ভেবে পাচ্ছি না।'মৃত পরিযায়ী শ্রমিকের শ্যালক ভোলানাথ মন্ডল বলেন, 'এখানে কোন কাজ নেই। তাই গুজরাটে যেতে হয়েছিল কাজ করতে। দীর্ঘ ৩০ বছর ধরে কাজ করতো। গত লকডাউনে পায়ে হেঁটে বাড়ি ফিরে ছিল। তিন চার মাস আগে আবার কাজে ফিরে যায়। যতদূর জানা যাচ্ছে সেখানেই লেবারদের মধ্যে গন্ডগোল হয়। আক্রোশ বসত রড দিয়ে মেরে খুন করা হয়।'

আরও পড়ুন, Post Poll Violence: ধৃতদের জামিন মেলার আগেই চার্জশিট পেশ, মাস্টার স্ট্রোক CBI-র

ভিন রাজ্যে একের পর এক শ্রমিকের মৃত্যুকে ঘিরে শুরু হয়েছে তরজা। কটাক্ষের সুর চড়িয়ে বিজেপির জেলা সম্পাদক কিষান কেডিয়া বলেন, 'শুধু ফুদনই নন।এখানে কাজ মিলছে না বলেই এলাকার শ্রমিকদের বাইরে যেতে হচ্ছে। এভাবে ওদের কার্যত মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। যদিও পাল্টা শাসকদলের বিধায়ক তজমুল হোসেন বলেন,' ওটা বিজেপি শাসিত রাজ্য। বিজেপির উস্কানিতেই ফুদনকে ওখানে খুন করা হয়েছে।' পাশাপাশি তিনি বলেন, 'এ রাজ্যেও তো গুজরাতের শ্রমিক রয়েছে। তারাও এখানে পরিযায়ী। ফলে এখানে কাজ না মেলায় বাইরে যাওয়ার যে অভিযোগ তোলা হচ্ছে তা ঠিক নয়। বিজেপি বিভিন্ন সময় পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলে। কিন্তু বিজেপি শাসিত গুজরাটে বাংলার একজন পরিযায়ী শ্রমিককে কাজ করতে গিয়ে যেভাবে খুন হতে হল তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই শ্রমিক যেখানে কাজ করতেন সেই মালিক পক্ষের উচিত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া। সঙ্গে যারা প্রকৃত দোষী তাদের শাস্তির ব্যবস্থা করা। যাতে ফুদন মন্ডলের পরিবার সুবিচার পায়।'

 আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা 

আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস 

 

Share this article
click me!

Latest Videos

'জঙ্গিরা ধরা তো পড়ছে, তাহলে আর চিন্তার কি আছে?' হাসতে হাসতে উত্তর রচনার | Rachna Banerjee News
মাননীয়া জঙ্গিদের ঢুকতে দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না, শিল্প আনছেন না : Suvendu Adhikari
'তৃণমূলের শান্তির ছেলেরা...মমতা-বিনীতকে জেলে ঢোকাবই' RG Kar কাণ্ডে বিস্ফোরক Suvendu Adhikari
Suvendu Adhikari Live : বিধানসভার বাইরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী, সরাসরি | Bangla News
'মমতা পশ্চিমবঙ্গে ১ কোটি রোহিঙ্গা ঢুকিয়েছে', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র