খামার থেকে উদ্ধার ১৫ কেজি ওজনের বিশালকার পাইথন, পুরুলিয়ায় চাঞ্চল্য

Published : Nov 25, 2020, 06:25 PM ISTUpdated : Nov 25, 2020, 06:33 PM IST
খামার থেকে উদ্ধার ১৫ কেজি ওজনের বিশালকার পাইথন, পুরুলিয়ায় চাঞ্চল্য

সংক্ষিপ্ত

খামারে হদিশ মিলল ১৫ কেজি ময়াল সাপের জঙ্গল থেকে কীভাবে লোকালয়ে বিশালাকার সাপ বিশাল সাপ উদ্ধারে কী বলছেন বনকর্মীরা ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য

এক ব্যক্তির খামার থেকে উদ্ধার হল বিশাল আকারের একটি পাইথন। ওই খামারে কাজের সময় বিশালাকার ওই সাপটিকে দেখতে পান এক ব্যক্তি। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। লোকালয়ে কীভাবে এল ওই পাইথনটি। এলাকায় বারাবার সাপ উদ্ধারের ঘটনায় উদ্বিগ্ন বন দফতর।

আরও পড়ুন-সহবাসের পর মহিলাকে 'ভাড়াটে খুনী দিয়ে হত্যার ছক', কাঠগড়ায় সরকারি হাসপাতালের চিকিৎসক

বন দফতর সূত্রে খবর, পুরুলিয়ার রঘুনাথপুর থানার গোবরান্দা গ্রামে তাঁর খামারে কাজ করছিলেন এক ব্যক্তি। সেই সময় ওইস্থানে পাইথনটিকে চোখে পড়ে তার। বিশালকার এই পাইথনটিকে দেখে হতভম্ব হয়ে পড়েন তিনি। বিষয়টি প্রকাশ্যে আসতেই পাইথন দেখতে ভিড় করেন গ্রামবাসীরা। খবর যায় বন দফতরে। রঘুনাথপুর রেঞ্চের রেঞ্জার বিবেক কুমার ওঝার নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছান বনকর্মীরা। মঙ্গলবার গভীর রাতে দীর্ঘক্ষণের চেষ্টায় ওই পাইথনটিকে উদ্ধার করেন বনকর্মীরা। 

আরও পড়ুন-ফিল্মি কায়দায় লরি থেকে ধান চুরির চেষ্টা, হাতেনাতে পাকড়াও দুই কীর্তিমান

বিশাল আকারের ময়াল সাপটিকে উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে এসে পর্যবেক্ষণে রাখা হয়। পরে সেটিকে ছেড়ে দেওয়া হয় পুরুলিয়ার পঞ্চকোট পাহাড়ে। বনাধিকারিক বিবেক কুমার ওঝা জানিয়েছেন, সম্ভবত খাবারের সন্ধানে সাপটি লোকালয়ে চলে এসেছিল। আমরা গ্রামবাসীদের কাছে খবর পেয়ে ওই সাপটিকে উদ্ধার করেছি। গ্রামের মধ্যে সাপ উদ্ধারের ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

PREV
click me!

Recommended Stories

লিওনেল মেসির অনুষ্ঠানে গোলমাল, মূল উদ্যোক্তা শতদ্রু দত্তর বাড়ির সামনে পুলিশ পিকেট
'মমতা বাংলার গর্ব নয়, বাংলার গর্ত'—মেসি-কাণ্ডে নজিরবিহীন আক্রমণ শুভেন্দুর