ম্যাটাডোরে ধাক্কা প্রাইভেট গাড়ির, পুড়ে গেল তিন লক্ষ নগদ টাকা

Published : Dec 08, 2019, 08:38 PM IST
ম্যাটাডোরে ধাক্কা প্রাইভেট গাড়ির,   পুড়ে গেল তিন লক্ষ নগদ টাকা

সংক্ষিপ্ত

দুই গাড়ির গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন তিন জন ম্যাটাডোরটি খড়্গপুরের দিক থেকে মেদিনীপুরের দিকে আসছিল উল্টো দিক থেকে একটি প্রাইভেট কার খড়্গপুরের দিকে যাচ্ছিল প্রচন্ড গতিতে  নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটি সজোরে গিয়ে ধাক্কা মারে ম্যাটাডোরে   

মাছ বোঝাই ম্যাটাডোর এবং একটি প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন তিন জন। ম্যাটাডোরটি খড়্গপুরের দিক থেকে মেদিনীপুরের দিকে আসছিল। উল্টো দিক থেকে একটি প্রাইভেট কার খড়্গপুরের দিকে যাচ্ছিল প্রচন্ড গতিতে ৷ নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটি সজোরে গিয়ে ধাক্কা মারে ম্যাটাডোরে ৷

এবার স্ক্রাব টাইফাসের বলি শিশু, ডেঙ্গুর পর নয়া আতঙ্ক মেদিনীপুরে

ঘটনার পর আগুন লেগে যায় ম্যাটাডোরটিতে। মুহুর্তে আগুন লেগে যাওয়ায় ম্যাটাডোরে বসা ব্যাক্তিদের গায়ে। আহত হওয়ার সঙ্গে সঙ্গে গায়ে আগুনও লেগে যায় যাত্রীদের। সঙ্গে সঙ্গে  আহত তিনজনকে মেদিনীপুর মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। এই ঘটনায় ম্যাটাডোর গাড়ির মধ্যে থাকা প্রায় তিন লক্ষ টাকা পুড়ে গিয়েছে ৷

খেজুরের মধ্য়ে মাদক পাচার, হরিদেবপুর থেকে গ্রেফতার চাঁই

 ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর খড়গপুর গ্রামীণ থানার অন্তর্গত সৎকুই এলাকাতে ৷ বারবার ৬০ নম্বর জাতীয় সড়কের ওপরে ওই নির্দিষ্ট স্থানটিতে দুর্ঘটনা ঘটলেও হুঁশ ফেরেনি পুলিশ প্রশাসনের । স্থানীয়দের দাবি- অবিলম্বে ওই স্থানটি দুর্ঘটনা প্রবণ বলে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে পুলিশকে ৷ অন্যথায় এই ধরনের দুর্ঘটনা আগামী দিনে আরও লেগেই থাকবে। 

PREV
click me!

Recommended Stories

বিবেকানন্দ জয়ন্তীতে হিন্দুদের বিশেষ বার্তা শুভেন্দুর, দেখুন কী বলছেন | Suvendu Adhikari News
দেহে নিপা ভাইরাসের লক্ষণ বলে সন্দেহ চিকিৎসকদের, বারাসাত হাসপাতালে ভর্তি ২ নার্স