'সবটাই BJP-তৃণমূলের খেলা', 'রাজ্যপাল' ও 'চীনা আগ্রাসন' ইস্যুতে অধীরের নিশানায় মোদী-মমতা

  •  'রাজ্যপালের বিরুদ্ধে রাষ্ট্রপতিকে আবেদন করা উচিত তৃণমূলের'
  •  'বাংলায় বিজেপি দল একটা নতুন  রাজনীতি করার চেষ্টা করছে। 
  • এর আগে বাংলা ভাগ হয়েছে। বিশ্বাস বাংলা আর ভাগ হবে না' 
  • 'এখন কোভিড মোকাবিলাই এক মাত্র লক্ষ্য', বার্তা অধীরের
     

Ritam Talukder | Published : Jun 24, 2021 12:29 PM IST / Updated: Jun 26 2021, 11:17 AM IST

রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই জনকেই  ছাড় দিতে নারাজ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ।রাজ্যপাল জাগদীপ ধনকার এর সঙ্গে রাজ্য সরকারের সংঘাত থেকে শুরু করে চিনা আগ্রাসন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে জোড়া বিস্ফোরক হয়ে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

আরও পড়ুল, 'গঙ্গায় দেহ ফেলে কোভিড রেকর্ড মুছে দেয় ওরা', BJPকে নিশানা মমতার 


বৃহস্পতিবার বরমপুরের সাংসদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী কে এক লাইনে বসে তুলোধোনা করলেন। শুরুতেই রাজ্যপাল জগদীপ ধনখড় ও রাজ্যে সরকারের সঙ্ঘাত প্রসঙ্গে অধীর বলেন, 'রাজ্যপালের বিরুদ্ধে রাষ্ট্রপতি কাছে আবেদন করা উচিত তৃণমূল সরকারের, তৃণমূলের এত জন সাংসদ থাকা সত্ত্বেও রাষ্ট্রপতির কাছে গিয়ে কোনও আবেদন করা হয় না। খালি এখানে রাজ্যপালের বিরোধিতা করে বিবৃতি দেওয়া হয়। আসলে সবটাই বিজেপির সঙ্গে তৃণমূলের ঘটক গেম।' পাশাপাশি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে খোঁচা দিয়ে চিনা আগ্রাসন নিয়ে সরব হয়ে অধীর বলেন, 'শুধু লাদাখ নয়, অরুণাচল প্রদেশ, সিকিম, উত্তরাখণ্ড-সহ ৪ হাজার কিলোমিটার সীমান্ত জুড়ে চিনা ফৌজের ভুমিকা আমাদের মনে দুশ্চিন্তা তৈরি করেছে। পাশাপাশি বিজেপি সাংসদ জনবা বারলা,সৌমিত্র খাঁয়ের নতুন রাজ্যের দাবির বিরুদ্ধেও সরব অধীর। বলেন, 'বাংলায় বিজেপি দল একটা নতুন  রাজনীতি করার চেষ্টা করছে। এর আগে বাংলা ভাগ হয়েছে। আমাদের বিশ্বাস বাংলা আর ভাগ হবে না।' 

আরও পড়ুন, 'ভোট পরবর্তী হিংসায় ঘর ছেড়েছে BJP কর্মীরা', দার্জিলিংয়ে রাজ্য়পালের সাক্ষাত জন বার্লার 


অন্যদিকে বহরমপুর এর সাংসদ  শরদ পওয়ারের বাড়িতে বিভিন্ন বিরোধী দলের নেতাদের বৈঠক প্রসঙ্গে মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে খোঁচা দিয়ে বলেন, 'কে, কোথায় মিটিং ,সিটিং করছেন আমার জানা নেই। আমাদের নেতা রাহুল গাঁধী বলেছেন, করোনার মোকাবিলা করতে হবে। মানুষের মধ্যে কোভিড সচেতনতা নিয়ে প্রচার করতে হবে। আমাদের এখন কোভিড মোকাবিলাই এক মাত্র লক্ষ্য। ওইসব মিটিংয়ে আমরা নেই ।'

 

আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে 

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা 

আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস 

Share this article
click me!