করোনা মোকাবিলায় পদক্ষেপ, ফের লকডাউন জারি করা হল শিলিগুড়িতে

  • আক্রান্তের সংখ্যা হাজার পেরিয়েছে
  • সংক্রমিত খোদ মন্ত্রী দেহরক্ষীও
  • ফের লকডাউন জারি শিলিগুড়িতে
  • বাড়ল কন্টেনমেন্ট জোনের পরিসরও

Asianet News Bangla | Published : Jul 16, 2020 8:07 AM IST

মিঠু সাহা, শিলিগুড়ি:  উত্তরবঙ্গে করোনার থাবা চওড়া হচ্ছে ক্রমশই, তৎপরতা বাড়ছে প্রশাসনেরও। স্রেফ কয়েকটি ওয়ার্ড নয়, এবার শিলিগুড়ি শহর জুড়ে পুরোদস্তুর লকডাউন জারি করল প্রশাসন। লকডাউন চলবে সাতদিন।

আরও পড়ুন: করোনা হানায় বন্ধ বিধানসভা, ফের খুলবে ২৭ জুলাই

মানুষের দুর্ভোগ কমাতে গিয়ে কি ঘটল বিপত্তি? আনলক পর্বে করোনা সংক্রমণ ছড়িয়েছে আরও। যতদিন যাচ্ছে, লাফিয়ে লাফিয়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে রাজ্যের সর্বত্রই। পরিস্থিতি এমনই যে, কলকাতা-সহ বিভিন্ন জেলার একাধিক এলাকাকে কন্টেনমেন্ট জোন ঘোষণা করে ফের পুরোদস্তুর লকডাইন জারি করতে কার্যত বাধ্য হয়েছে প্রশাসন। সেই তালিকায় নাম উঠেছে শিলিগুড়ি শহরেরও।  কন্টেনমেন্ট জোন ঘোষণা করে শহরের ৯টি ওয়ার্ডে পুরোদস্তুর লকডাউন জারি করে জেলা প্রশাসন। কিন্তু তাতেও করোনাভাইরাসকে বাগে আনা যাচ্ছে না! 

আরও পড়ুন: করোনা যুদ্ধে পরাজিত আরও ১ এসবিআই কর্মী, আতঙ্কে মমতাকে চিঠি ব্য়াঙ্ক কর্মীদের

দার্জিলি জেলা আক্রান্তের সংখ্যা হাজার পেরিয়ে গিয়েছে। শিলিগুড়িতে সংক্রমিত হন খোদ পর্যটনমন্ত্রী গৌতম দেবের দেহরক্ষীও। তাহলে এবার শহর জুড়ে ফের লকডাউন জারি হবে? তেমনই দাবিতে সরব হন নেটিজেনরা। এরইমধ্যে আবার বুধবার রাজ্য সরকারে তরফে একটি নির্দেশিকাও জারি করা হয়। তাতে জল্পনা আরও বাড়ে। বুধবার বিকেলে শিলিগুড়ির স্টেস গেস্ট হাউসে বৈঠকে বসেন টাস্ক ফোর্সে সদস্যরা। বৈঠকে নেতৃত্ব দেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। সেই বৈঠকে করোনা মোকাবিলায় শিলিগুড়ি শহর জুড়ে লকডাউন জারির সিদ্ধান্ত নেওয়া হয়। শুধু তাই নয়, শিলিগুড়ি শহর লাগোয়া মাটিগাড়া, শালুগাড়া এলাকা পর্যন্ত কন্টেনমেন্ট জোনের পরিসরও বাড়ানো হবে বলে জানিয়েছেন মন্ত্রী গৌতম দেব। 

Share this article
click me!