
Asha Workers Protest News: কলকাতার পর এবার বসিরহাট! আশা আন্দোলনে লাগাতার চাপ রাজ্য সরকারের উপর
ঝাঁঝ বাড়ল আশা কর্মীদের আন্দোলনের। কলকাতায় আন্দোলনের পর আজও বিক্ষোভ অব্যাহত রাখলেন আশা কর্মীরা। বসিরহাটে টাউন হল থেকে পৌরসভা ও থানায় মিছিল আশা কর্মীদের।
ঝাঁঝ বাড়ল আশা কর্মীদের আন্দোলনের। কলকাতায় আন্দোলনের পর আজও বিক্ষোভ অব্যাহত রাখলেন আশা কর্মীরা। বসিরহাটে টাউন হল থেকে পৌরসভা ও থানায় মিছিল আশা কর্মীদের। মাসিক ভাতা ১৫ হাজার টাকা, সরকারি স্বীকৃতি সহ মোট ৮ দফা দাবিতে আন্দোলন। দাবি মানা না হলে আন্দোলন আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি।