পুরভোটের আবহে নিষিদ্ধ কাপ সিরাপ বিক্রির অভিযোগে গ্রেপ্তার আজসু পার্টির প্রার্থী, চাঞ্চল্য পুরুলিয়ায়

নিষিদ্ধ কাফ সিরাপ রাখার অপরাধেই মূলত গ্রেপ্তার করা হয় ঝালদা পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের আজসু পার্টির প্রার্থী সাঞ্জু সিং বাগতিকে। গ্রেপ্তার করে ঝালদা থানার পুলিশ।

দীর্ঘ প্রতীক্ষা শেষে অবশেষে গোটা রাজ্যে শুরু হয়ে গিয়েছে পৌরসভা ভোট। যা নিয়ে গোটা রাজ্যেই রয়েছে নির্বাচনী উত্তাপ। এমতাবস্থায় এবার বাড়ির মধ্যে নিষিদ্ধ কাপ সিরাপ মজুত করে বিক্রির অভিযোগে পুরুলিয়ার ঝালদা পৌরসভার ১০ নং ওয়ার্ডের আজসু পার্টির প্রার্থী গ্রেপ্তার। আজসু পার্টির ওই  প্রার্থীর নাম সাঞ্জু সিং বাগতি। ঝালদা থানা সূত্রে জানা যায় ১১ ফেব্রুয়ারি রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে ঝালদা থানার পুলিশ সাঞ্জু সিং বাগতির বাড়িতে হানা দেয়। তার বাড়িতে ১৮ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করে পুলিশ। নিষিদ্ধ কাফ সিরাপ রাখার অপরাধেই মূলত গ্রেপ্তার করা হয়েছে ঝালদা পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের আজসু পার্টির প্রার্থী সাঞ্জু সিং বাগতিকে। গ্রেপ্তার করে ঝালদা থানার পুলিশ। পুলিশ সোর্স মারফত জানতে পারে সাঞ্জু বাড়ি থেকেই দীর্ঘদিন ধরে ওই নিষিদ্ধ কাফ সিরাপ বিক্রি করে।

এরপরই গতকাল রাতে পুলিশ হানা দিলে বাড়িতে ১৮ বোতল নিষিদ্ধ সিরাফ দেখতে পায়। বাড়িতে নিষিদ্ধ কাফ সিরাপ মজুত রেখে অবৈধ ভাবে বিক্রি করার অপরাধে সাঞ্জু সিং বাগতিকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। এদিকে ঝাড়খণ্ডের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তথা আজসু পার্টির সুপ্রিমো সুদেশ মাহাতর দলের প্রার্থী গ্রেপ্তারের খবরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতর। পুরুলিয়ার ঝাড়খন্ড লাগোয়া প্রান্তিক শহর ঝালদা পৌরসভাকে এবার পাখির চোখ করেছে আজসু সুপ্রিমো সুদেশ মাহাতো। পৌরসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার  অনেক আগে থেকেই ঝালদা শহরে বেশ কয়েকটি মিটিং মিছিল করেছে সুদেশ মাহাতো।

Latest Videos

আরও পড়ুন-কী বলছে সংবিধানের ১৭৪ নম্বর ধারা, কোন ক্ষমতা বলে বিধানসভার অধিবেশন স্থগিত করলেন রাজ্যপাল

আরও পড়ুন-বৈরিতা ভুলে ভোটমুখর বিধাননগরে হাগ ডে-তে কোলাকুলি সব্যসাচি-জয়প্রকাশের, তুঙ্গে জল্পনা

এদিকে একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির সাথে জোট করে বাগুমুন্ডি বিধানসভায় লড়াই করে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ঝাড়খণ্ড রাজ্যের এই দল। বাগমুন্ডি বিধানসভা নির্বাচনে রাজ্যের শাসক দল তৃণমূল-কংগ্রেসের সাথে হাড্ডা হাড্ডি লড়াই করে আজসু। বিধানসভার ভোট ব্যাঙ্ককে টার্গেট করে ঝালদা পৌরসভার ১২টি আসনের মধ্য ১০টি আসনে পার্থী দিয়েছে আজসু। এমতাবস্থায় নির্বাচনের আগেই ১০ নম্বার ওয়ার্ডের প্রার্থী নিষিদ্ধ কাপ সিরাফ বিক্রির অভিযোগে গ্রেপ্তার হওয়ায় বেশ চাপে কলা প্রতীক চিহ্নের দল আজসু। যদিও আজসু পার্টির তরফ থেকে এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যান্য রাজনৈতিক দলগুলির তরফেও এই বিষয়ে এখনও বিশেষ উচ্চবাচ্য করতে দেখা যায়নি। যদিও চাঞ্চল্য যে ছড়িয়েছে তা পুরুলিয়ার অলিতেগলিতে কান পাতলেই বোঝা যায়।

আরও পড়ুন- কোথাও ছাপ্পা তো কোথাও এলাকার বাসিন্দাদের মারধর, বেলা বাড়তেই ব্যাপক উত্তেজনা বিধাননগরে

Share this article
click me!

Latest Videos

'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
সংসদে শীতকালীন অধিবেশন শুরু! তার আগেই বিরোধীদের কড়া বার্তা PM Modi | Parliament Winter Session 2024
Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর
TMC ছেড়ে কেন BJP-তে শুভেন্দু! আজ নিজেই বলে দিলেন সব | Suvendu Adhikari | Bangla News
'আমাদের এখানে কিম জং-য়ের লাইট ভার্সন আছে' Mamata-কে নাম না করে চরম কটাক্ষ Sukanta Majumdar-এর