পঞ্চায়েত থেকে তৃণমূল ঘনিষ্ঠদের ভ্যাকসিনের কুপন বিলির অভিযোগ, চরম বিপাকে সাধারণ মানুষ

শাসকদলের পঞ্চায়েত সদস্যরা তাঁদের কাছের লোকজন, আত্মীয় পরিজন ও দলের লোকজনদের কুপন বিলি করছেন। বিরোধী দলের কিংবা যাঁরা সাধারণমানুষ তাঁরা ভ্যাকসিনের কুপন পাচ্ছেন না।

মহামারী থার্ড ওয়েভের (Corona Pandemic) মুখে ভ্যাকসিন বিলি (distribution of vaccine) নিয়ে মুর্শিদাবাদে (Murshidabad) শুরু হয়েছে শাসক-বিরোধী দলবাজির চরম দ্বৈরথ। আর এরই মাঝে পড়ে চরম সমস্যায় পড়েছেন জনসাধারণ। বিশেষত জেলার প্রান্তিক এলাকাগুলিতে অবস্থা সবচেয়ে খারাপ বলেই অভিযোগ। যার মধ্যে 
দলবাজির (TMC workers) অভিযোগে ভরতপুরের অবস্থা সবচেয়ে শোচনীয়। 

চাঞ্চল্যকর অভিযোগ করে এলাকাবাসীরা জানাচ্ছেন, শাসক দলের স্থানীয় পঞ্চায়েত সদস্যরা কেবলমাত্র বেছে বেছে তাদের কাছের লোকেদের ভ্যাকসিনের কুপন বিলি করছেন। যার ফলে সাধারণ মানুষ ভ্যাকসিন পাচ্ছেন না। উল্টে প্রতারিত হচ্ছেন। এনিয়ে আসরে নেমেছেন বিরোধীরাও। যদিও এদিন প্রশাসনের পক্ষ থেকে এসব অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে।

Latest Videos

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস ধরে এলাকার বাসিন্দাদের ভ্যাকসিন দেওয়ার বন্দোবস্ত করছে স্বাস্থ্যদপ্তর। কিন্তু ভ্যাকসিনের কুপন বিলি করা হচ্ছে স্থানীয় পঞ্চায়েতগুলির পক্ষ থেকে। ওই এলাকায় ৮ পঞ্চায়েত রয়েছে। সেখানে পঞ্চায়েত কর্তৃপক্ষ এলাকার পঞ্চায়েত সদস্যদের মাধ্যমে ভ্যাকসিনের কুপন বিলি করছেন। নির্দিষ্ট দিনের ক্যাম্পের জন্য প্রত্যেক পঞ্চায়েত সদস্য ২০টি করে ভ্যাকসিনের কুপন বিলি করছেন তাঁর সংশ্লিষ্ট এলাকায়।

কিন্তু এখানেই বিপত্তি। অভিযোগ, শাসকদলের পঞ্চায়েত সদস্যরা তাঁদের কাছের লোকজন, আত্মীয় পরিজন ও দলের লোকজনদের কুপন বিলি করছেন। বিরোধী দলের কিংবা যাঁরা সাধারণমানুষ তাঁরা ভ্যাকসিনের কুপন পাচ্ছেন না। ঘটনায় ক্ষোভ প্রকাশ করে  স্থানীয় বাসিন্দারা আজমল সেখ বলেন, প্রায় দেড়মাস ধরে পঞ্চায়েত সদস্য থেকে পঞ্চায়েত প্রধান সবার দোরে ঘুরেছি। কিন্তু আজও ভ্যাকসিনের কুপন পেলাম না"।  

এই অভিযোগ শুধু বাসিন্দাদের নয়, এলাকার বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বেরও। ভরতপুর বিধানসভার বিজেপি প্রার্থী তথা দলের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য ইমনকল্যণ মুখোপাধ্যায় এই ব্যাপারে মঙ্গলবার বলেন, পঞ্চায়েত সদস্যদের দিয়ে ভ্যাকসিনের কুপন বিলি করানো হচ্ছে, যা পুরো বেআইনি। কুপন বিলি করার অধিকার শুধু মাত্র স্বাস্থ্যদপ্তরের আছে বলে আমরা মনে করি। এর ফলে যাঁরা ভ্যাকসিন পাওয়ার যোগ্য তাঁরা ভ্যাকসিন পাচ্ছেন না। ভ্যাকসিন নিয়ে দলবাজি করছে তৃণমূল। তূণমূলের লোকজন ছাড়া অন্যান্য বাসিন্দারা ভ্যাকসিন পাচ্ছেন না। এই ঘটনায় আমরা বিডিওকে স্মারকলিপি দিয়েছি"।

যদিও ভরতপুর পঞ্চায়েত প্রধান হাসিনা বেগম বলেন, ভ্যাকসিনের কুপন বিলি করা হচ্ছে নিয়ম মেনে। এখানে কোথাও কেউ কোনও দলবাজি করছে না। যাঁদের প্রয়োজন তাঁদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে"।

দারুণ সুযোগ, আগামী পাঁচ দিন সবচেয়ে কম দামে মিলবে সোনা, ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের

মুসলিম নয়, শুধু হিন্দুদের আশ্রয় দিচ্ছে ভারত, দিল্লি থেকে বিতাড়িত হয়ে বিস্ফোরক আফগান সাংসদ

Bank Holidays in September : সেপ্টেম্বর মাসে কোন কোন দিনে বন্ধ ব্যাঙ্ক, দেখে নিন তালিকা

পাল্টা কংগ্রেসের প্রাক্তন বিধায়ক কমলেশ চট্টোপাধ্যায় এদিন সংবাদমাধ্যমকে বলেন, ভ্যাকসিন পাচ্ছেন না বলে বহু মানুষ আমাদের কাছে অভিযোগ করছেন। অনেক মানুষ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে খালি হাতে ফিরে আসছেন। প্রশাসনের উচিত বিষয়টি নজর দেওয়া"। 

ভরতপুর বিডিও আবিদা সুলতানা বলেন, বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে আমাদের কাছে অভিযোগ জানানো হয়েছে। আমরা  বলেছি, যাঁরা ভ্যাকসিন পাচ্ছেন না, তাঁদের একটি নামের তালিকা আমাদের কাছে জমা দিন। কিন্তু পরে ওঁরা আর আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। প্রশাসন প্রশাসন এর কাজ ঠিকঠাক মতোই করছে"।

Share this article
click me!

Latest Videos

Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
উপনির্বাচনে (By Election) কেমন ফল করবে বিজেপি? দেখুন কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
Nadia-এ ডাম্পিং গ্রউন্ড ঘিরে বিতর্ক! থানায় আটক বিজেপি বিধায়ক! দেখুন | Nadia News Today