নচিকেতার গানই ভাবনা, মালদা দিলীপ স্মৃতি সংঘে এবার থিম বৃদ্ধাশ্রম

  • নচিকেতার গানই ভাবনা এখানে
  • মালদা দিলীপ স্মৃতি সংঘে থিম বৃদ্ধাশ্রম
  • ছেলের ছোটবেলা থেকে মায়ের বৃদ্ধাশ্রম
  • সবই ফুটে উঠবে মাটির মূর্তিতে

Tapas Dutta | Published : Sep 17, 2019 2:59 PM IST

মণ্ডপে শোভা পাবে নচিকেতার গানের পর্ব। ছেলের ছোটবেলা থেকে মায়ের বৃদ্ধাশ্রম ফুটে উঠবে মাটির মূর্তিতে। দেবী দুর্গার পাশাপাশি এবার মালদা দিলীপ স্মৃতি সংঘের থিম 'মা কেন বৃদ্ধাশ্রমে।'

ইট কাঠ পাথরের পৃথিবীতে হৃদয়ের কারবার, লোকসান বার বার। কবির এই কথা অক্ষরে অক্ষরে ফুটে উঠেছে শহরে। নিউক্লিয়ার ফ্য়ামিলার ধারণা শহর ছাড়িয়ে গ্রাস করেছে মফসসলকেও। একান্নবর্তী পরিবারের বদলে এখন এক কামরার সংসার। সেখানে ছেলে-বউয়ের ঠাঁই হলেও মা-বাবার জায়গা হয় না। শেষ বয়সে মা-কে যেতে হয় বৃদ্ধাশ্রমে। জীবনবৃত্তের এই করুণ পরিণতির কথা তুলে ধরছে মালদা দিলীপ স্মৃতি সংঘ। 

সংঘের সম্পাদক সর্বজিৎ দাস জানিয়েছেন,দেবী দুর্গা আরাধনার পাশাপাশি সমাজকেও কিছু বার্তা দিতে চান তাঁরা। সেই ভাবনা থেকেই 'মা কেন বৃদ্ধাশ্রমে।' থিম মেকার কৃষ্ণ কুমার দাসের তত্ত্বাবধানে মণ্ডপ সাজাচ্ছেন সমীর কুন্ডু। দুর্গতিনাশিনীর প্রতিমাকে রূপ দিয়েছেন রাজ কুমার পন্ডিত। সব মিলিয়ে এ বছর মালদা স্মৃতি সংঘে তুলে ধরা হবে এক মায়ের কাছে অন্য মায়ের আক্ষেপ। যা দেখতে যেতে হবে মালদা রবীন্দ্র অ্যাভিনিউ সেন্ট্রাল লজের কাছে।   

Share this article
click me!