চার বছর পরেও দাড়িভিট সুবিচার পায়নি, সিবিআই তদন্তের দাবিতে বসে মৃত ছাত্রদের পরিবার

বিজেপিতে থাকা বর্তমান তৃণমূল নেতা নিহত ছাত্র তাপস ও রাজেশের পরিবারকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর  সাথে দেখা করানোর পাশাপাশি সিবিআই তদন্তের দাবি নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন। কিন্তু তারপর পার হয়ে গিয়েছে চার চারটে বছর।

রামপুরহাট গনহত্যা (Rampurhat incident) কান্ডে সাত দিনের মধ্যেই (within 7 Days) সিবিআইকে (CBI) তদন্তের ভার দিয়ে দেওয়া হল, অথচ চার বছর আগে (4years Ago) পুলিশের গুলিতে দুজন ছাত্রের মৃত্যুর (Death of two School Student) ঘটনার সিবিআই তদন্তের (CBI Probe) দাবি জানিয়েও সুবিচার পেলেন না ইসলামপুরের দাড়িভিট গ্রামের (Darivit village of Islampur) সন্তান হারানো পরিবারেরা। এনিয়ে ক্ষোভ ও হতাশা বাড়ছে দাড়িভিট গ্রামে। মৃত ছাত্রদের পরিবার আজও আশায় রয়েছেন সিবিআই তদন্ত হবে আর তাঁরা সুবিচার পাবেন। 

২০১৮ সালের ২০শে সেপ্টেম্বর বাংলা বিষয়ের শিক্ষিক নিয়োগের দাবিতে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর দাড়িভিট স্কুলের ছাত্রছাত্রীরা আন্দোলনে নেমেছিলেন। সেদিন ছাত্রদের আন্দোলন ঠেকাতে পুলিশ গুলি চালিয়েছিল। অভিযোগ পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল দাড়িভিট হাইস্কুলের দুই প্রাক্তন ছাত্র তাপস বর্মন ও রাজেশ সরকারের। এই ঘটনা নিয়ে তোলপাড় হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। নিহত ছাত্রদের পরিবার ও গ্রামবাসীদের পাশে দাঁড়িয়ে আন্দোলনে নেমেছিল বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব। 

Latest Videos

সেইসময় বিজেপিতে থাকা বর্তমান তৃণমূল নেতা নিহত ছাত্র তাপস ও রাজেশের পরিবারকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর  সাথে দেখা করানোর পাশাপাশি সিবিআই তদন্তের দাবি নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন। কিন্তু তারপর পার হয়ে গিয়েছে চার চারটে বছর। সিবিআই তদন্ত দেয়নি। রাজ্য সরকার সিআইডি তদন্ত শুরু করেছিল। নিহত ছাত্র রাজেশ সরকারের বাবা নীলকমল সরকার ও নিহত ছাত্র তাপস বর্মনের মা মঞ্জু বর্মন জানান, বিজেপি আমাদের হয়ে আন্দোলন ও মামলা করেছিল। সিবিআই তদন্তের দাবি নিয়ে তৎকালীন বিজেপি নেতা মুকুল রায় মামলা করিয়েছিলেন।

কিন্তু আজ সেই মুকুল রায় তৃণমূল কংগ্রেসে। মামলার কি অবস্থা তাঁরা কিছুই জানেন না। এদিকে রামপুরহাট গনহত্যা কান্ডে সাত দিনের মধ্যেই সিবিআই-এর হাতে তদন্তের ভার দিল উচ্চ আদালত। অথচ পুলিশের গুলিতে দুই ছাত্রের মৃত্যু ও একজনের আহত হওয়ার ঘটনা নিয়ে কোনও উচ্চবাচ্য নেই। ফলে দাড়িভিট গ্রামে নিহত ছাত্রদের পরিবারে জন্মেছে ক্ষোভ আর হতাশা। আবারও নতুন করে সিবিআই তদন্তের দাবিতে সরব হয়েছেন দাড়িভিট গ্রামে নিহদের পরিবার।

Share this article
click me!

Latest Videos

বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ৫ রাশির সম্পর্কে অশান্তির আশঙ্কা, দেখে নিন আজকের ১২ রাশির রাশিফল
'IC কে বাধ্য করব মমতার পোষ্যদের গ্রেফতার করতে', দেশপ্রিয় পার্কে ঝাঁঝিয়ে উঠলেন Suvendu Adhikari
TMC News : অখিল গিরিকে দেখে 'চোর-চোর' স্লোগান তৃণমূলের অপর গোষ্ঠীর | Bangla News
কাঁপছে কালীঘাট! থানায় ঢুকে খেল দেখালেন শুভেন্দু! মমতার বিরুদ্ধে বিরাট পদক্ষেপ | Suvendu Adhikari
জামিন পেয়ে আজই জেল থেকে বেরলেন জ্যোতিপ্রিয় মল্লিক, দেখুন | Jyotipriya Mallick Bail | Bangla News