রিজওয়ানুর কাণ্ডে সিবিআই চেয়েছিলেন মমতা তবে আনিসের ক্ষেত্রে নয় কেন, উঠছে প্রশ্ন

ছাত্রনেতা আনিস খানের মৃত্যু নিয়ে তোলপাড় গোটা বাংলা। যেখানে মৃত্যুর নিশানায় খোদ রাজ্যের পুলিশ বাহিনী সেখানে রাজ্যের প্রশাসন ব্যবস্থার উপর আস্থা হারিয়েছে আনিসের পরিবার। তাঁদের দাবি আনিস মৃত্যকাণ্ডের সঠিক কিনারায় পৌঁছাতে সিবিআই তদন্ত হোক। এক সময় রিজওয়ানুর রহমানের আত্মহত্যার সিবিআই তদন্ত দাবি করেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।  তবে এবার আনিসের ক্ষেত্রে সেই একই পথ অনুসরণ করতে আপত্তি কোথায়? প্রশ্ন পরিবারের তরফে। 
 

আনিস খানের (Anish Khan) মৃত্যু ঘিরে ক্রমশ জোরালো হচ্ছে রহস্যের মেঘ। তাঁর মৃত্যুর সঠিক তদন্ত এবং দোষীদের শাস্তির দাবিতে সারারাত জেগে অবস্থান বিক্ষোভে বসে যাদবপুর- কলকাতা- প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। যদিও আনিসের মৃত্যুর পর আমতা থানার তিন পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছেন যে, ১৫ দিনের মধ্যে এই ঘটনার রিপোর্ট দেবে সিট এবং সেইমত দোষীদের শাস্তি ও দেওয়া হবে। 

তবে প্রচলিত এক প্রবাদ যেন এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।  সেই হল 'ইতিহাস কথা বলে।' ঠিক ১৫ বছর আগে ও ঠিক এই একইরকমভাবে রিজওয়ানুর রহমানের মৃত্যুর (Rizwanur Rahman Death) সুবিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছিল গোটা বাংলা। সেদিন রিজওয়ানুরের মৃত্যুর তদন্তের দাবিতে প্রতিবাদ নেমেছিল শহরের রাস্তায়, আজ আনিসের মৃত্যুতে (Anish Khan Death) দোষীদের শাস্তি চেয়ে প্রতিবাদ মিছিল নেমেছে কলকাতার রাস্তায়।  সেদিন ও কান্না ভেজা গলায় ছেলের মৃত্যুর ইনসাফ চেয়েছিল রিজওয়ানুরের মা, আজ ও নিজের ছেলের দোষীদের শাস্তির দাবি করছেন আনিসের বাবা। 

Latest Videos

আরও পড়ুন- আনিস মৃত্যুর প্রতিবাদে উত্তাল কলকাতা, পড়ুয়াদের মহাকরণ অভিযানে ধন্ধুমার

আরও পড়ুন- আনিসকাণ্ডে নয়া মোড়, ছাত্রনেতার বাড়িতে নাকি গিয়েছিল পুলিশই, সাসপেন্ড আমতা থানার ৩ কর্মী

আরও পড়ুন- মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের প্রস্তাব খারিজ, নবান্নে গেলেন না আনিসের বাবা

আনিসের মৃতুকাণ্ডে সিট গঠন করে তাঁদের হাতে তদন্তের পুরো ভার তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  সেইমত আনিসের দেহ দ্বিতীয়বার ময়নাতদন্তের আনিসের পরিবারের কাছে অনুরোধ জানানো হয়। এবং সেখানেই আবার ও উঠে আসে রিজওয়ানুর রহমান- কাণ্ড। সেইসময় ক্ষমতায় ছিল বাম সরকার এবং তৎকালীন বিরোধী নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রিজওয়ানুর কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি অডিও ক্লিপ  (Mamata Banerjee Audio Clip) সিটের সদস্যদের সামনে তুলে ধরে আনিসের পরিবার এবং প্রশ্ন তোলেন যে একসময় রিজওয়ানুর কাণ্ডের সুবিচার দাবি করে সিবিআই তদন্ত দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে আনিসের ক্ষেত্রে তা করতে আপত্তি কোথায়? একইসঙ্গে আনিসের পারিবারের তরফে দ্বিতীয়বার ময়নাতদন্তের অনুরোধকে নাকচ করা হয়। তবে সিবিআই দ্বিতীয়বার ময়না তদন্ত করতে চাইলে অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে আনিসের পরিবার।  

২০০৭ সালের ২১ শে সেপ্টেম্বর, পাতিপুকুরে রেললাইনের ধার থেকে পাওয়া রিজওয়ানুর রহমানের (Rizwanur Rahman) দেহ উদ্ধার হওয়ার পর তাঁর মা কাঁদতে কাঁদতে নিজের ছেলের মৃত্যুর ইনসাফ দাবি করেছিলেন।  ঠিক একইভাবে ছাত্রনেতা আনিস খানের (Anish Khan) মৃত্যুর ইনসাফ চাইছেন তাঁর পরিবার। রিজওয়ানুর কাণ্ডেও পুলিশের একাংশের বিরুদ্ধে উঠেছিল চক্রান্তের অভিযোগ। এক্ষেত্রে আনিস খানের মৃত্যুতেও অভিযোগের নিশানায় পুলিশ। তবে সেইসময় বিরোধী নেত্রী হিসাবে রিজওয়ানুরের মৃত্যুর ইনসাফ দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

বিষয়টি নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বামনেতা সূর্যকান্ত মিশ্র (Suryakanta Mishra) বলেছেন, 'রিজওয়ানুর রহমানের দুঃখজনক ঘটনায় রিজওয়ানুরের বাড়িতে নিজে গিয়ে ন্যায়বিচার নিশ্চিত করে এসেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। আর আনিসের মৃত্যুতে টাকাপয়সা ও চাকরির প্রলোভন নিয়ে গেছিলেন মুখ্যমন্ত্রীর লোকেরা। এমন কি আনিসের বাবাকে তাঁর ইচ্ছার বিরুদ্ধে নবান্নে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে।' অন্যদিকে কংগ্রেস নেতা আব্দুল মান্নান (Abdul Mannan) কটাক্ষ করে বলেন, 'রিজওয়ানুরের ক্ষেত্রে ইনসাফের দাবি তুলেছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ই। এবার যখন পুলিশের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তখন অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে?
 

Share this article
click me!

Latest Videos

'তৃণমূলের মাফিয়ার কাজ করে মাসে এক কোটি কামায় পুলিশের IC', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
পুলিশের তৎপরতায় নাবালক উদ্ধার! হাঁফ ছেড়ে বাঁচলো পরিবার, চাঞ্চল্য Canning-এ | South 24 Parganas News
‘Mamata Banerjee-র সরকার আমাদের সবকিছু দখল করবে’ বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র, দেখুন
‘আমি মনে করি Firhad Hakim একজন দেশদ্রোহী’ বিস্ফোরক মন্তব্য Satyen Roy-এর, দেখুন
Suvendu Adhikari Live : আসানসোলে মেগা জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি