ফের শিরোনামে পোলবা, সোনার দোকান থেকে লুঠ হল লক্ষাধিক টাকার গয়না

Published : Feb 24, 2020, 05:40 PM IST
ফের শিরোনামে পোলবা, সোনার দোকান থেকে লুঠ হল লক্ষাধিক টাকার গয়না

সংক্ষিপ্ত

  পোলবার সোনার দোকানে লুঠ হল লক্ষাধিক টাকার গয়না   সোমবার সকালে স্থানীয়রা দেখতে পান দোকানের শাটার ভাঙা  প্রায় সাড়ে চার লাখ টাকার সোনা ও রূপার গহনা লুঠ হয়েছে   এলাকার বাসিন্দাদের থেকে খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ 

আবার শিরোনামে পোলবা থানা। এবার পোলবার ডুবির ভেরী এলাকায় সোনার দোকানের তালা ভেঙে লুঠ হল লক্ষাধিক টাকার অলংকার। সোমবার  ভোরে এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য় পোলবার ডুবির ভেরী এলাকায়। এরপরই এলাকার বাসিন্দাদের থেকে খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ।

আরও পড়ুন, যুবককে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে 'খুন', চাঞ্চল্য হাওড়ার উলুবেড়িয়ায়

সোমবার  ভোরে  পোলবার ডুবির ভেরী এলাকায় সোনার দোকানের তালা ভেঙে লুঠ হল প্রচুর পরিমানে অলংকার। এমন কি দোকানের সিন্দুকটাও ছাড়েনি। সেটা  নিয়েও  চম্পট দেয় দুষ্কৃতিরা। সবমিলিয়ে লক্ষাধিক টাকা অলঙ্কার লুঠ করা হয়েছে। এই ঘটনায় এলাকায়  চাঞ্চল্য ছড়ায়। ডুবির ভেরী চৌমাথার কাছে নিস্তারিণী জুয়েলার্স বলে একটি সোনার দোকান আছে। মালিকের নাম মানিক দাস। স্থানীয় সূত্রে খবর,  এদিন ভোরে দেখা যায় ওই দোকানের শাটার ভাঙ্গা।

আরও পড়ুন, ফুটবলে এবার 'সেফ ড্রাইভ সেভ লাইফ ', অভিনব উদ্য়োগ পুলিশের

পুলিশের প্রাথমিক অনুমান, কোলাপসিবল গেটের চৌদ্দটা তালা ভেঙে দুস্কৃতিকারীরা দোকানে ঢুকেছিল। প্রায় সাড়ে চার লাখ টাকার সোনা ও রূপার গহনা লুঠ করে তারা।  সূত্রের খবর, সোমবার সকালে স্থানীয় ব্যবসাসীরা দেখতে পান দোকানের শাটার ভাঙা। পোলবা থানার খবর দিলে পুলিশ আসে। তবে কীভাবে এই ভয়াবহ লুটের ঘটনা ঘটল তার তদন্তে নেমেছে পোলবা থানার পুলিশ।

আরও পড়ুন, সিএএ-র সমর্থনে প্রচারের 'মাশুল', বিজেপির মণ্ডল সভাপতিকে 'কুপিয়ে খুন'

PREV
click me!

Recommended Stories

Sukanta Majumdar: সংসদে ‘বঙ্কিমদা’ বলায় মোদীকে কটাক্ষ তৃণমূলের! পাল্টা আক্রমণ সুকান্তর
News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে