আট বছরে অনুব্রতের আয় বেড়েছে ১৭৯৫ শতাংশ, সুকন্যার ২৯৬৪ শতাংশ, চোখ কপালে সিবিআইয়ের

চার্জশিটে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে অন্যতম প্রধান চক্রান্তকারী বলে ব্যাখ্যা করা হয়েছে। ২০২০ সালে অনুব্রতের স্ত্রী ছবি মণ্ডলের মৃত্যু হয়। তাই ওই অর্থবর্ষ পর্যন্তই তাঁর বার্ষিক আয়ের হিসাব দেওয়া হয়েছে সিবিআইয়ের পক্ষ থেকে।

গ্রেফতার হওয়ার ৫৭ দিনের মাথায় গত ৭ অক্টোবর আসানসোলের বিশেষ সিবিআই আদালতে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট জমা করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। সিবিআইয়ের দাবি গত আট বছরে অনুব্রত মন্ডলের সম্পত্তি বেড়েছে ১৭৯৫ শতাংশ। তাঁর কন্যা সুকন্যা মণ্ডলের আয় বৃদ্ধির পরিমাণ ২৯৬৪ শতাংশ। সেটাও ওই ৮ বছরে। অনুব্রতের প্রয়াত স্ত্রী ছবি মণ্ডলের বার্ষিক আয় বৃদ্ধির তথ্যও দেওয়া হয়েছে সিবিআইয়ের পক্ষ থেকে। অনুব্রতের জমা দেওয়া আয়করের তথ্যও জুড়ে দেওয়া হয়েছে চার্জশিটে। আদালতের হাতে ওই তথ্য তুলে ধরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

চার্জশিটে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে অন্যতম প্রধান চক্রান্তকারী বলে ব্যাখ্যা করা হয়েছে। ২০২০ সালে অনুব্রতের স্ত্রী ছবি মণ্ডলের মৃত্যু হয়। তাই ওই অর্থবর্ষ পর্যন্তই তাঁর বার্ষিক আয়ের হিসাব দেওয়া হয়েছে সিবিআইয়ের পক্ষ থেকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ২০১৩-’১৪ বর্ষে ছবির বার্ষিক আয় ছিল ৪ লক্ষ ৪৫ হাজার ২৬০ টাকা। যা ২০২০-’২১ বর্ষে বেড়ে হয় ৬১ লক্ষ ১১ হাজার ৯৭০ টাকা। ওই ৭ বছরের মধ্যে মাঝের ২০১৬-’১৭ বর্ষে ছবির বার্ষিক আয় সর্বোচ্চ ছিল— ৯৫ লক্ষ ৯৬ হাজার ৫২ টাকা। ৮ বছরে সব মিলিয়ে অনুব্রতের পারিবারিক আয় বৃদ্ধি ঘটেছে ১ কোটি ৮১ লক্ষ ১৯ হাজার ৫৬৮ টাকা। হিসাব মতো প্রায় ১৪১৪ শতাংশ।

Latest Videos

সুকন্যার বার্ষিক আয়ের হিসাবে দেখা যাচ্ছে, ২০১৩-’১৪ বর্ষে তাঁর বার্ষিক আয় ছিল ৩ লক্ষ ৯ হাজার ৩৯৯ টাকা। ২০২১-’২২ বর্ষে তা বেড়ে হয় ৯২ লক্ষ ৯৭ হাজার ৬০০ টাকা। অর্থাৎ, বৃদ্ধির পরিমাণ ৮৯ লক্ষ ৯৪ হাজার ২০১ টাকা। তবে আগের বর্ষে অর্থাৎ, ২০২০-’২১ বর্ষে তাঁর বার্ষিক আয় ছিল ১ কোটি ৪৪ লক্ষ ৯৪ হাজার ৯০ টাকা।

সিবিআইয়ের দাবি, ২০১৩-’১৪ অর্থবর্ষে অনুব্রতর বার্ষিক আয় ছিল ৫ লাখ ৩৩ হাজার ৩৭ টাকা। ২০২১-’২২ বর্ষে সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় ১ কোটি ১ লক্ষ ৩ হাজার ৬৬৪ টাকায়। অর্থাৎ, গত ৮ বছরে তাঁর আয়বৃদ্ধি ৯৫ লক্ষ ৭০ হাজার ৬২৭ টাকা। তবে কোনও কোনও বছরে বার্ষিক আয় কমেছেও। যেমন ২০১৮-’১৯ বর্ষে অনুব্রতের বার্ষিক আয় যেখানে ৫০ লক্ষ ৬১ হাজার ৭৩৭ টাকা, সেখানে ২০১৯-’২০ বর্ষে তা কমে দাঁড়ায় ৪৯ লক্ষ ৮৮ হাজার ৫৫১ টাকা।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী