হোটেল থেকে বিজেপি কর্মীদের আটকের অভিযোগ। এমন খবর পেতেই বিজেপি নেত্রী তথা আসানসোল লোকসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভে সামিল হয়েছেন।
হোটেল থেকে বিজেপি কর্মীদের আটকের অভিযোগ। হোটেল থেকে বিজেপি কর্মীদের আটক করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কর্মীরা। এমন খবর পেতেই বিজেপি নেত্রী তথা আসানসোল লোকসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভে সামিল হয়েছেন। তার অভিযোগ গণনা শুরু আগেই কাউন্টিং এজেন্টদের ধরে নিয়ে যাচ্ছে পুলিশ। বৈধ অনুমতি থাকা সত্ত্বেও তাঁদের ধরে নিয়ে গিয়ে অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে পুলিশ বলে অভিযোগ অগ্মিমিত্রার। যদিও পুলিশ জানিয়ে দিয়েছে, জেলা শাসক এবং নির্বাচন আধিকারিকদের নির্দেশে তাঁদের ধরা হচ্ছে।
প্রসঙ্গত উপনির্বাচনের দিনও হামলার মুখে পড়ে বিজেপি। লোকসভা উপনির্বাচনকে ঘিরে অগ্নিগর্ভ হয় আসানসোল। সকালেই তৃণমূল-বিজেপির খণ্ডযুদ্ধের জেরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রার গাড়ির উপর হামলা হয়। বিজেপি নেত্রীর কনভয়ের উপর হামলা করা হয়। হাত কেটে নিরাপত্তারক্ষীর। এরপরেই অগ্নিমিত্রা পাল টুইট করে বলেন, 'আসানসোলের ডিএম অরুণ প্রসাদ এবং ডিসিপি অভিষেক মোদী মিডিয়াকে আমার থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। কারণ তারা চাপ প্রয়োগ করে সমস্ত ভূলগুলিকেই ঢেকে রেখেছে। তার সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন যে, তাঁদের রাজ্য কমিশন থেকে আদেশ রয়েছে যে, মিডিয়া আমার সঙ্গে কোথাও যেতে করতে পারবে না।' 'তৃণমূলের তাবেদারি করছে পুলিশ', আসানসোল লোকসভা উপনির্বাচনের সকালে বারবনির বুথে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। 'বিজেপি এজেন্টকে কেন বুথে ঢুকতে দেওয়া হয়নি', অভিযোগের আঙুল উঁচিয়ে এদিন সকালে পুলিশের দিকে তেড়ে যান তিনি।
আরও পড়ুন, বালিগঞ্জে গণনার শুরুতেই এগিয়ে বাবুল, ধার ঘেষে বেরোল দিলীপের তোপ
প্রসঙ্গত, রাজ্যে জোড়া উপনির্বাচনের দিনে সবার নজর আসানসোল লোকসভা কেন্দ্রে। তার অন্যতম কারণ এই লোকসভা আসনে কোনও দিনও সিট পায়নি তৃনণমূল। তবে যার জন্য পায়নি, সেই দুইবারের জয়ী বিজেপি সংসদও এখন শিবির বদল করেছেন। আছেন এখন তৃণমূলে। টুইস্টইটা এখানেই। কিন্তু আরও বড়বিষয়টা হচ্ছে, আসানসোল লোকসভা উপনির্বাচনের আগে একুশ সালে হওয়া রাজ্য বিধানসভা নির্বাচন থেকে শুরু করে কলকাতা পুরভোট-সহ ১০৮ পুরভোট সবেতেই একচেটিয়া বাজিমাত করেছে সেই তৃণমূল। তবে শুধুই জয় নয়, বিরাট সংখ্যার ব্যবধানে জয় এনেছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। তাই রাজ্যের প্রায় সবজায়গাতেই সবুজ আবিরে পরিপূর্ণ , এবার দিল্লির মসনদে বসার লক্ষ্য়ে তৃণমূল। তার অন্যতম সাঁকোই বলা যেতে পারে আসানসোল লোকসভা উপনির্বাচন। তাই আবারও কি ধারাবাহিক গেরুয়া রঙই বজায় থাকবে, নাকি এবার হবে বদল, প্রহর গুণছে আসানসোলবাসী।
আরও পড়ুন , 'মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা হোক', হাঁসখালিকাণ্ডে বিস্ফোরক সুকান্ত