এটিএম ভেঙে চুরির পিছনে খোদ ইঞ্জিনিয়ার, তদন্তে নেমে মাথায় হাত পুলিশের

Published : Sep 12, 2021, 11:24 AM IST
এটিএম ভেঙে চুরির পিছনে খোদ ইঞ্জিনিয়ার, তদন্তে নেমে মাথায় হাত পুলিশের

সংক্ষিপ্ত

এটিএম লুটের ঘটনায় এটিএম ইঞ্জিনিয়ার জড়িত হলেই জানতে পেরেছে পুলিশ। ঘটনায় অভিযুক্ত ইঞ্জিনিয়ার বাপ্পা মন্ডলকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ।

বারুইপুরের (Baruipur) রামনগরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম লুটের (ATM robbery) কিনারা করল পুলিশ। এটিএম লুটের ঘটনায় এটিএম ইঞ্জিনিয়ার (engineer Arrested) জড়িত হলেই জানতে পেরেছে পুলিশ। ঘটনায় অভিযুক্ত ইঞ্জিনিয়ার বাপ্পা মন্ডলকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ। জেরায় ধৃত নিজের অপরাধের কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের। 

পুলিশ সূত্রের খবর, গত ১৫ই এপ্রিল ব্যাঙ্কের তরফে ম্যানেজার একটি এটিএম লুটের ঘটনার অভিযোগ করেন। এটিএম ভেঙে ৭ লক্ষ ২০ হাজার টাকা লুট হয়েছে বলে সেই অভিযোগে জানানো হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ অপরাধের কিনারা করল শনিবার। ঘটনায় হার্ডওয়ার ইঞ্জিনিয়ার বাপ্পাকে গ্রেফতার করে পুলিশ। 

রসগোল্লাকে ইংরেজিতে কী বলে জানেন, মজার প্রশ্নে হোঁচট খাচ্ছেন ৯৯ শতাংশ মানুষ

ক্রমশ কমছে সম্পত্তির পরিমাণ, জানেন এখন কত টাকার মালিক মমতা বন্দ্যোপাধ্যায়

মৃত্যুর পরের এক ঘন্টায় দেহের সাথে কী কী হয়, না শুনলে বিশ্বাস করবেন না

ভাঙড়ের বাসিন্দা হলেও ইউকো ব্যাঙ্কের এটিএম ইঞ্জিনিয়ারের কাজের জন্য সে সোনারপুরের পূর্ব শীতলা এলাকায় ভাড়া থাকত বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করলে সে নিজের অপরাধের কথা স্বীকার করে। এরপর তার সোনারপুরের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ লুটের ২ লক্ষ টাকা উদ্ধার করেছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এ সম্পর্কে আরও তদন্ত করতে চাইছে পুলিশ।

PREV
click me!

Recommended Stories

Adhir Ranjan Chowdhury: ‘ভোটের সময় ওনাকে প্রমাণ করতে হয় উনি অনেক বড় হিন্দু!’ মমতাকে ধুয়ে দিলেন অধীর
সোম-মঙ্গল ২ দিনের ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, কোচবিহারে ঠাসা কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের