এগিয়ে বাবুল সুপ্রিয়, কতটা প্রতিযোগিতার মুখে বিরোধীরা

Published : May 23, 2019, 10:48 AM ISTUpdated : May 23, 2019, 11:14 AM IST
এগিয়ে বাবুল সুপ্রিয়, কতটা প্রতিযোগিতার মুখে বিরোধীরা

সংক্ষিপ্ত

বাবুল সুপ্রিয় এগিয়ে আসানসোলে কত ভোটে কড়া টক্কর দিচ্ছেন বিরোধীদের

 ২৬ হাজার ৭৪৪ ভোটে এগিয়ে বাবুল সুপ্রিয়। আসানসোলের তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়র সংগ্রহে এখন প্রায় বিপুল সংখ্যা। তবে এই আসনে সর্বাধিক রাউন্ডে গণনা হবে। মোট ২২ রাউন্ড গণনার পর অন্তিম ফলাফলে পৌঁচ্ছনো সম্ভব, কিন্তু তারই আগে চলছে তৃতীয় রাউন্ড। সেই চিত্রে ধরা পড়ল বাবুল সুপ্রিয়র ভোট সংগ্রহের বর্তমান সংখ্যা। নিঃসন্দেহে এই সংখ্যা বিরোধীদের কাছে যথেষ্ট মাথা ব্যথার কারণ। সকাল থেকেই শুরু হয়েছে গণনা। একের পর এক রাউন্ডের পর ক্রমেই বদলেচ্ছে বাংলার চিত্র। চতুর্থ রাউন্ডে এসে ৫০,০০০ ভোট সংগ্রহে বাবুল সুপ্রিয়।

এই কেন্দ্রেই বিরোধী প্রতিনিধির তালিকায় আছে গৌরাঙ্গ চট্টোপাধ্যায় ও মুনমুন সেন। বর্তমানে তাদের এগিয়ে থাকার খবর একবারও সামনে উঠে এলো না আসানসোল ভোট চিত্র থেকে। ফলেই তীব্র প্রতিযোগিতার মুখে এখন অপর দুই প্রার্থী। 

PREV
click me!

Recommended Stories

লোকসভায় দাঁড়িয়ে কমিশনের কাছে কেন্দ্রীয় বাহিনীর আর্জি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, দেখুন কী বলছেন
শেখ শাহজাহানকে অন্য রাজ্যে নিয়ে যাওয়ার আর্জি শুভেন্দুর, দেখুন কী বলছেন