বনধ সমর্থকদের তাণ্ডবে রণক্ষেত্র মালদহের সুজাপুর, পুলিশকে লক্ষ্য করে ইঁটবৃষ্টি-গাড়িতে আগুন

 

  • বনধকে কেন্দ্র করে অগ্নিগর্ভ মালদহ
  • সুজাপুরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ
  • জ্বালিয়ে দেওয়া হল পুলিশের বেশ কয়েকটি গাড়ি
  • পুলিশকে লক্ষ্য চলল ইঁটবৃষ্টি
     

বনধের সমর্থনের জাতীয় সড়কে অবরোধ। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা মালদহের সুজাপুর। পুলিশকে লক্ষ্য চলল ইঁটবৃষ্টি, জ্বালিয়ে দেওয়া হল পুলিশের বেশ কয়েকটি গাড়িও।  শুধু তাই নয়,পুলিশকে লক্ষ্য বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। 

আরও পড়ুন: বনধের দিনেই নাগরিকত্ব আইনের প্রচার, পথে নেমে সই সংগ্রহ বাঁকুড়ার সাংসদের

Latest Videos

কোথাও ট্রেন অবরোধ, তো কোথাও আবার পথ অবরোধ। বুধবার রাজ্যের বিভিন্ন প্রান্তে বনধ সফল করতে পথে নামেন ধর্মঘটীরা।  মালদহের সুজাপুরে সকাল থেকে জাতীয় সড়ক অবরোধ করে রেখেছিলেন কংগ্রেস ও বাম কর্মী-সমর্থকরা।  বেলার দিকে পুলিশ যখন অবরোধ তুলতে যায়, তখনই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। পুলিশকে লক্ষ্য ইটবৃষ্টি করতে শুরু করেন বিক্ষোভকারীরা, দুইপক্ষের মধ্যে রীতিমতো খণ্ডযুদ্ধ বেধে যায়। জাতীয় সড়কে পুলিশের বেশ কয়েকটি গাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়।  শুধু তাই নয়, বনধ সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে বোমাও ছোঁড়েন বলে অভিযোগ। বাধ্য হয়ে লাঠিচার্জ করে পুলিশ, ছোঁড়া হয় কাঁদানে গ্যাসও। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি। শেষপর্যন্ত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ শূন্যে গুলি ছোঁড়ে বলে জানা গিয়েছে।   

আরও পড়ুন: বনধের ব্যাপক প্রভাব বাংলা জুড়ে, অক্সিজেন পেল কি বাম- কংগ্রেস, দেখুন ছবিতে

এদিকে বনধের নামে অশান্তি ও পুলিশের গাড়িতে হামলার তীব্র নিন্দা করেছেন মালদহ জেলা তৃণমূল সভাপতি মোয়াজ্জেম হোসেন। তিনি বলেন, বনধকে কোনওভাবেই সমর্থন করা যায় না। বনধের ফলে সাধারণ মানুষকে প্রবল সমস্যা পড়তে হয়। এদিকে আবার মালদহ শহরের রথবাড়ি মোড়ে যাত্রীদের নামিয়ে একটি সরকারি বাসেও আগুন ধরিয়ে দেন বনধ সমর্থকরা


 

Share this article
click me!

Latest Videos

ভাঙড়ে তুলকালাম! কোনক্রমে পালিয়ে বেঁচে এলাকা ছাড়লেন আরাবুল | Bhangar News Today | Arabul Islam News
'এই অর্ন্তদ্বন্দ্বের ফলে তৃণমূল কদিন পরই শেষ হবে' বিস্ফোরক মন্তব্য অধীর Adhir Ranjan Chowdhury-র
কৃষ্ণনগর আদালতের উকিলকে লক্ষ্য করে গুলি, কিন্তু কেন ঘটল এই ঘটনা? দেখুন কী বলছেন ওই আইনজীবী
Bangladesh-এ শান্তি ও Chinmay Krishna-র মুক্তির কামনায় অখণ্ড গীতা মহাযজ্ঞ! শান্তির বার্তা মানুষের
'সন্দেশখালির ঘটনায় কমিশন হবে, মমতাকে জেলে ঢোকাবে BJP' চরম বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari