করোনা সংক্রমণের শিকার বিডিও ও জয়েন্ট বিডিও, আতঙ্কের পারদ চড়ছে নলহাটিতে

Published : Aug 04, 2020, 01:53 PM IST
করোনা সংক্রমণের শিকার বিডিও ও জয়েন্ট বিডিও, আতঙ্কের পারদ চড়ছে নলহাটিতে

সংক্ষিপ্ত

ফের করোনার ছোবল বীরভূমে  এবার আক্রান্ত হলেন বিডিও ও জয়েন্ট বিডিও সংক্রমণ ধরা পড়েছে ব্লক অফিসের দুই কর্মীরও আতঙ্ক পারদ চড়ল নলহাটিতে  

আশিষ মণ্ডল, বীরভূম:  একজন ভর্তি হাসপাতালে, আর একজনের চিকিৎসা চলছে বাড়িতে। করোনা সংক্রমণের শিকার হলেন বিডিও ও জয়েন্ট বিডিও।  ঘটনাস্থল, বীরভূমের নলহাটি। 

আরও পড়ুন: সার্ভিস রাইফেল থেকে এলোপাথাড়ি গুলি, হঠাৎ রণংদেহি বিএসএফ জওয়ান

তখন টানা লকডাউন চলছিল। কাজ হারিয়ে দিল্লি ও মুম্বই থেকে পরিযায়ী শ্রমিকের ফিরতেই করোনা সংক্রমণ ছড়াতে শুরু করে বীরভূমে। যতদিন যাচ্ছে, পরিস্থিতি ততই খারাপ হচ্ছে। আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে নলহাটি ১ ও ২ নম্বর ব্লক এলাকায়। বস্তুত, দিন কয়েক আগে  সংক্রমিত হয়েছেন খোদ নলহাটি পুরসভার ভাইস চেয়ারম্যান তৈহিদ শেখও। আপাতত পুরসভার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সোমবার থেকে পুরসভা ভবন ও লাগোয়া এলাকা জীবাণুমক্ত করার কাজ চলছে জোরকদমে। এদিকে আবার নলহাটি ২ নম্বর ব্লকের লোহাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের এক চিকিৎসকেরও করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। ফলে বন্ধ হয়ে গিয়েছে স্বাস্থ্যকেন্দ্রটিও।

আরও পড়ুন: বারুইপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভষ্মীভূত শতাধিক দোকান

রেহাই পেলেন না নলহাটি ১ নম্বর ব্লকের বিডিও জগদীশ বাড়ুই ও জয়েন্ট বিডিও অরিন্দম মুখোপাধ্যায়। করোনা সংক্রমণ ধরা পড়েছে দু'জনেরই। তাঁদের শরীরের উপসর্গও দেখা দিয়েছে। বিডিও-কে ভর্তি করা হয়েছে রামপুরহাটের কোভিড হাসপাতালে। আর এখনও পর্যন্ত বাড়িতে চিকিৎসা চলছে জয়েন্ট বিডিও-র। ব্লকের অফিসের দুই কর্মীরও আক্রান্ত হওয়ার খবর মিলেছে। সংক্রমণ রুখতে যথারীতি বন্ধ করা দেওয়া হয়েছে ব্লক অফিস। 

PREV
click me!

Recommended Stories

ভোটের আগে বাংলার রেল পরিষেবার উন্নয়নে দরাজহস্ত মোদী, প্রধানমন্ত্রীর হাত ধরে আরও দুটি ট্রেনের উদ্বোধন
পশ্চিমী ঝঞ্ঝার হাত ধরে বঙ্গে হাওয়া বদলের পূর্বাভাস, সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া?