কৌশিক সেন, রায়গঞ্জ: মঙ্গলবার ভোররাতে রায়গঞ্জ থানার ভাটোল এলাকার মালদাখণ্ড বিওপি' তে ভারত- বাংলাদেশ সীমান্তে কর্তব্যরত এক বিএসএফ জওয়ান ডিউটিরত অবস্থায় তার সার্ভিস রাইফেল থেকে গুলি চালাতে শুরু করে। গুলিতে ওই বিওপি'র মাহিন্দ্র সিং শেঠ্ঠি নামে এক ইন্সপেক্টর ও অনুজ কুমার নামে এক কর্তব্যরত বিএসএফ-এর কনস্টেবল মারা গিয়েছে। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে বিএসএফের উচ্চ পদস্থ আধিকারিক ও রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সুমিত কুমার জানিয়েছেন, "বিএসএফের ১৪৬ নম্বর ব্যাটালিয়নের ঘটনা। গুলিতে ওই দুই বিএসএফ কর্মীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। গুলি চালনার পর উত্তম সূত্রধর নামে ওই বিএসএফ কনস্টেবল বিওপি'র কমান্ডান্টের কাছে আত্মসমর্পণ করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। "
অতীতেও এরকম ঘটনার সাক্ষী থেকেছে জওয়াানরা। মনোবিদরা বলেন, পরিবার পরিজন ছেড়ে সীমান্টে কর্তব্য়ে থাকায় অনেক সময় তাদের মেজাজের পরিবর্তন ঘটে। সেক্ষেত্রে নিজের মনের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেন না তারা। অনেক সময় সহকর্মীদের সামান্য তামাসাও ভয়হ্কর আকার ধারণ করে।