মা সারদার জন্মদিনেও বন্ধ বেলুড়মঠ, নিয়ম মেনেই চলছে ধর্মানুষ্ঠান-পুজোপাঠ

  • নতুন বছরেও মিলছে না স্বস্তি
  • কোভিডের ভয়ে এখনও বন্ধ একাধিক স্থান 
  • নতুন স্টেনের জেরে নয়া আতঙ্ক 
  • সারদা মায়ের জন্মদিনেও বন্ধ বেলুড়মঠ 

বছরের শুরু থেকেই নিরাশ দর্শনার্থীরা। কল্পতরুর দিন দর্শণ হয়নি ভবতারিণীর। এখানেই শেষ নয়, বছরের প্রথম তিন তিন শুক্র-শনি-রবিবার পড়ার কারণে আরও বেশি করে কড়া নজর দেওয়া হয়েছে দক্ষিণেশ্বরে। টানা তিনদিন বন্ধ করে দেওয়া হয় দর্শনার্থীদের জন্য প্রবেশ। কিন্তু নিয়ম মেনেই পুজো করা হয়েছে দক্ষিণেশ্বরে। এবার সেই একই ঘটা ঘটল মা সারদার জন্মদিনে। 

আরও পড়ুন- সৌরভকে দেখতে শহরে দেবী শেঠি, তারপরই ছুটির সিদ্ধান্ত ঠিক হবে 'মহারাজের'

Latest Videos

মঙ্গলবার ১৬৮ তম জন্মদিন সারদামণির। এই বিশেষ তিথিতে প্রতিবছর মহাসমারহে পুজো করা হয় বেলুরমঠে। এবারও তার কোনও খামতি থাকছে না। তবে দর্শনার্থীদের জন্য বন্ধই রইল  প্রবেশদ্বার। করোনার প্রকোপ রুখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানানো হয়। প্রতিবছর এই সময় বিপুল সংখ্যক মানুষের ভিড় হয় বেলুরমঠ ও দক্ষিণেশ্বরে। 

এদিন ভোর চারটে পঁয়তাল্লিশ নাগাত রামকৃষ্ণদেবের মঙ্গল আরতি দিয়ে শুরু হয় পুজো। এরপর সারা দিন নানা ধর্মীয় অনুষ্ঠান পালনের কর্মসূচী রয়েছে। যেমন বেদপাঠ, স্তবগান ভজন,মাতৃ সঙ্গীত,ভক্তিগীতি, লীলা গীতি ইত্যাদী। দুপুর সাড়ে তিনটে নাগাত ধর্মসভারও আয়োজন রয়েছে। কেবল মন্দিরের ভেতরে থাকা মহারাজ ও কর্মীরাই পালন করছেন এই উৎসব। 

 

Share this article
click me!

Latest Videos

রেলের উন্নয়নের নামে রাতের আঁধারে ধ্বংস হকারদের রুটিরুজি! Sheoraphuli-তে হাহাকার! | Hooghly News
ফের ভয়াবহ অগ্নিকান্ড (Kolkata Fire) কলকাতায়, পুড়ে ছাই গড়িয়া ষ্টেশন সংলগ্ন ৬টি দোকান
বিয়ে করার জন্য পাত্রী তুলতে এসে শ্রীঘরে পাত্র, হুলুস্থুলু কাণ্ড কুলতলিতে | Kultali News
'উপনির্বাচনে জিতে আরও অত্যাচার বাড়াবে TMC' উদ্বেগ প্রকাশ Adhir Ranjan Chowdhury-র
প্রেমিক আসল শয়তান! মাঝরাতে ঘটল 'জঘন্য' ঘটনা, হতবাক সকলে! | Ashoknagar News Today