জঙ্গল ছেড়ে খাবারের খোঁজে লোকালয়ে ১৩ ফুটের পাইথন, চাঞ্চল্য বাঁকুড়ায়

Published : Sep 07, 2020, 10:27 AM ISTUpdated : Sep 07, 2020, 07:27 PM IST
জঙ্গল ছেড়ে খাবারের খোঁজে লোকালয়ে ১৩ ফুটের পাইথন, চাঞ্চল্য বাঁকুড়ায়

সংক্ষিপ্ত

জঙ্গল ছেড়ে লোকালয়ে ১৩ ফুটের পাইথন জঙ্গলে খাবার অভাব থাকাল লোকালয়ে পাইথন উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য রাতের অন্ধকারে গ্রামবাসীর চোখে পড়ে পাইথনটি   

১৩ ফুটের পাইথন উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। রবিবার গভীর রাতে লোকালয়ের মধ্যে পাইথনটিকে বিচরণ করতে দেখেন এক গ্রামবাসী। বন দফতরে খবর দিলে পাইথনটিকে উদ্ধার করে নিয়ে যায়।

আরও পড়ুন-নদীবাঁধ ভেঙে গ্রামে ঢুকেছে নোনা জল, জলমগ্ন ঘরবাড়ি, নতুন করে আতঙ্ক সুন্দরবনে

জানাগেছে, বাঁকুড়ার সদর থানার মানকানালি গ্রামে রাতের অন্ধকারে পাইথনটি চোখে পড়ে এক গ্রামবাসীর। এলাকায় পাইথনের খবর পেয়ে ভিড় জমান অনেকে। গ্রামের মধ্যে বিশালাকার পাইথন দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় বন দফতরে। বন দফতর আসার আগে নিদেরাই উদ্য়োগ নিয়ে পাইথনটিকে বস্তার মধ্যে ভরে জঙ্গলে ছেড়ে দেয় গ্রামবাসীরা।

আরও পড়ুন-সুখা মাটিতে শিকড় শক্ত পদ্মফুলের, এখন তৃণমূলের অবস্থান কোথায়

জঙ্গল ছেড়ে গ্রামের মধ্য়ে পাইথন ঢোকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। বন দফতরের প্রাথমিক অনুমান, জঙ্গলের মধ্য়ে খাবারের অভাব রয়েছে। সেজন্য লোকলয়ে খাবারের খোঁজে গ্রামে ঢুকে পড়েছিল পাইথনটি। গ্রামবাসীদের দাবি, জঙ্গল ছেড়ে ওই এলাকায় পাইথন সহ অন্য়ান্য জন্তুও ঢুকে পড়ে ওই গ্রামে। আগেও এধরনের ঘটনা ঘটেছে। এই অবস্থায় বন দফতরের বিকল্প ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করছেন গ্রামবাসীরা।

PREV
click me!

Recommended Stories

বড় চমক! এবার মাসে মাসে মিলবে ২৫০০ টাকা, ভাতা বৃদ্ধি নিয়ে বিরাট ইঙ্গিত রাজ্য সরকারের
ডিসেম্বরের শুরুতেই শীতের ব্যাটিং শুরু, সপ্তাহান্তে পারা পতনে কাঁপবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ