বড় সাফল্য পুলিশের, জঙ্গলমহলের মাওবাদী পোস্টারকাণ্ডে গ্রেফতার ১৪

গতকাল ১৩ দফা দাবি সম্বলিত মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয় আড়ষা থানার অন্তগর্ত চাটুহাসা, মুদালি, সিন্দুরপুর এলাকা থেকে। সাদা কাগজের উপর লাল কালিতে ছাপা ওই পোস্টারগুলিতে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান, ৩৬৫ দিনের কাজের সুবিধা, কৃষকদের ন্যায্য মূল্য প্রদান, পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ হয়ে কাজ করার দাবি জানানো হয়েছিল।

বেশ কয়েকদিন থেকেই পুরুলিয়ার (Purulia) একাধিক জায়গা থেকে মাওবাদী পোস্টার (Maoist Poster) উদ্ধার করা হচ্ছিল। জঙ্গলমহল (Jangalmahal), আড়ষা, অযোধ্যা পাহাড়-সহ বিভিন্ন জায়গায় ধারাবাহিকভাবে উদ্ধার (Poster Recovered) হচ্ছে মাও পোস্টার। গতকাল আড়ষায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধারের ঘটনার তদন্তে নেমে ২৪ ঘণ্টার মধ্যেই ১৪ জনকে গ্রেফতার (Arrest) করল আড়ষা থানার পুলিশ। আজ ধৃতদের তোলা হয় পুরুলিয়া জেলা আদালতে (Purulia District Court)। ধৃতদের বিরুদ্ধে ১২০বি, ১২১, ১২১এ, ১২৪এ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। জানা গিয়েছে মাও পোস্টারকাণ্ডে ধৃত প্রত্যেকের বাড়িই আড়ষা থানা (c) এলাকাতেই। 

গতকাল ১৩ দফা দাবি সম্বলিত মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয় আড়ষা থানার অন্তগর্ত চাটুহাসা, মুদালি, সিন্দুরপুর এলাকা থেকে। সাদা কাগজের উপর লাল কালিতে ছাপা ওই পোস্টারগুলিতে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান, ৩৬৫ দিনের কাজের সুবিধা, কৃষকদের ন্যায্য মূল্য প্রদান, পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ হয়ে কাজ করার দাবি জানানো হয়েছিল। দাবি পূরণ না হলে জঙ্গলমহলের জেলাগুলোতে আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল ওই পোস্টারগুলিতে। এরপরই ঘটনার তদন্তে নামে পুলিশ। তারপরই ২৪ ঘণ্টার মধ্যেই ১৪ জনকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, গতকাল যে পোস্টার উদ্ধার করেছিল পুলিশ, সেই একই পোস্টার উদ্ধার হয়েছে ধৃতদের কাছ থেকেও।

Latest Videos

আরও পড়ুন- সোমবার থেকে শুরু মাধ্যমিক, অফলাইন পরীক্ষায় কী কী নির্দেশ মানতে হবে জানাল মধ্যশিক্ষা পর্ষদ

এর আগেও গত ২৬ ফেব্রুয়ারি আড়ষা থানা এলাকা থেকে মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয়। ঘটনার তদন্তে নেমে আড়ষা থানা এলাকার ৬ জনকে  গ্রেফতার করে পুলিশ। এছাড়াও গত ২৮ সে ফেব্রুয়ারি পুরুলিয়ার বাঘমুন্ডি থানা এলাকায় অযোধ্যা পাহাড়ের পর্যটন কেন্দ্র বামনী ফলস এবং টুর্গায় একাধিক মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার করে পুলিশ। বার বার জেলার বিভিন্ন এলাকা থেকে মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধারের ঘটনায় চাপে পড়ে যায় পুলিশ। গোটা বিষয়টি নিয়ে জোর তদন্ত শুরু হয়। 

আরও পড়ুন- 'রাজ্য পুলিশে ভরসা নেই', আনিশের বাড়িতে অধীর যেতেই সিবিআই তদন্তের দাবি ছাত্র নেতার বাবার

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ধৃত এই ১৪ জনের আগে যে ৬ জনকে পুলিশ গ্রেফতার করে তারা প্রতেকেই অতীতে মাওবাদীদের সঙ্গে যুক্ত ছিল। অতীতে বেশ কয়েকবার পুলিশ প্রসাশনের কাছে চাকরির আবেদনও করেছিল তারা। আর তারপর ধারাবাহিকভাবে মাও পোস্টারকাণ্ডে একসাথে ১৪ জনকে গ্রেফতার করায় বড় সাফল্য পেল পুরুলিয়ার আড়ষা থানার পুলিশ। এই ১৪ জনকে জিজ্ঞাসাবাদ করে এদের সঙ্গে মাওবাদীদের কোনও যোগাযোগ রয়েছে কিনা এবং আগামীতে জঙ্গলমহল জুড়ে মাওবাদী কার্যকলাপ শুরু হতে চলেছে কি না তা জানার চেষ্টা করবে পুলিশ।

আরও পড়ুুন- পুরুলিয়ার ধারাবাহিকভাবে পড়ছে মাও পোস্টার, আতঙ্ক বাড়ছে গোটা জঙ্গলমহলেই

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury