মৌলিককান্তি মণ্ডল, নদিয়া-গয়েশপুরে বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে গর্জে উঠল বিজেপি নেতৃত্ব। শ্মশানের পাশে গাছের মধ্যে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজয় শীল খুনের নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে বলে সরব বিজেপি।
আরও পড়ুন-ফের বিজেপিকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগে গয়েশপুরে উত্তেজনা
পুরুলিয়ায় লোকসভা ভোটের পর বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রাজ্য রাজনীতিতে আলোড়ন তুলেছিল। গয়েশপুরের বিজয় শীল খুনের ঘটনাকে পুরুলিয়ার ঘটনার সঙ্গে তুলনা করছে বিজেপি।প্রতিবাদে সোমবার, অর্থাৎ আজ ১২ ঘণ্টা বনধের জাক দিল গেরুয়া শিবির। শুধু তাই নয়, বিধানসভা ভোটের আগে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বহুবার সরব হয়েছে বিজেপি। এবার গয়েশপুরের খুনের ঘটনায় ফের রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলল বিজেপি নেতৃত্ব।
জানাগেছে, গয়েশপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বছর পঁয়ত্রিশের বিজয় শীলের দেহ উদ্ধার হয়। গয়েশপুর শ্মশানের কাছে একটি গাছের মধ্যে রবিবার সকালে ঝুলন্ত অবস্থায় দেহ দেখতে পান স্থানীয়রা। পেশায় রান্নার গ্যাস ডেলিভারির কাজ করতেন তিনি। এলাকায় সক্রিয় বিজেপি কর্মী হিসেবেও পরিচিত ছিলেন তিনি। তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ করেছে বিজেপি।