'মে মাসে ধুমধাম করে দিদির বিসর্জন হবে', বাঁকুড়ায় পথসভায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের

  • শিয়রে বিধানসভা ভোট
  • ফের মুখ্য়মন্ত্রীকে নিশানা দিলীপের
  • 'মে মাসে দিদির বিসর্জন হবে'
  • হুঁশিয়ারি দিলেন কৃষি আইনের সমর্থনে পথসভায়

Asianet News Bangla | Published : Nov 3, 2020 9:44 PM IST / Updated: Nov 04 2020, 06:56 AM IST

'বাংলায় এবার বিজেপি আসছে। আগামী বছরের মে মাসে ধূমধাম করে দিদির বিসর্জন হবে।' বাঁকুড়ায় দলে কর্মসূচিতে যোগ দিয়ে হুঁশিয়ারি দিলেন বিজেপি-এর রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রীকে।

আরও পড়ুন: বিহারে প্রচারে যাওয়ার পথে বাগডোগরায় নামলেন মোদি, সুকনায় রাত কাটালেন রাহুল গান্ধি

পড়শি রাজ্যে বিহার ভোটগ্রহণ চলছে। বছর ঘুরলে বিধানসভা ভোট হবে এ রাজ্যেও। লোকসভা ভোটে দলের সাফল্য কি ধরে রাখা যাবে? তৃণমূলকে কড়া টক্কর দিতে প্রস্তুতিতে কোনও খামতি রাখতে নারাজ গেরুয়াশিবির।  দিন কয়েক আগে ঝটিকা সফরে উত্তরবঙ্গে ঘুরে গিয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আগামী সপ্তাহে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এসবের মাঝেই বিভিন্ন ইস্যুতে রাজ্যের প্রায় সর্বত্র মিছিল ও জনসভা করছেন বঙ্গ বিজেপি-এর নেতারাও।

আরও পড়ুন: অনুব্রতের খাসতালুকে শুভেন্দুর নাম পোস্টার অনুগামীদের, অস্বস্তিতে বাড়ল তৃণমূলের

মঙ্গলবার বাঁকুড়ার জয়পুরের ময়নাপুর বাজারে নয়া কৃষি আইনে সমর্থনে পথসভা আয়োজন করেন স্থানীয় বিজেপি নেতারা। সভায় উপস্থিত ছিলেন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষও। তিনি বলেন, 'বাংলায় গুন্ডা ও উগ্রপন্থীদের আশ্রয় দিচ্ছেন মুখ্যমন্ত্রী। আমরা সব বুঝে নেব।  এবছর দুর্গাপুজো ও লক্ষ্মীপুজোতে আনন্দ করতে পারিনি। কালিপুজোতেও আনন্দ করতে পারব না। মে মাসে ধূমধাম করে দিদি-কে বিসর্জন দিয়ে উৎসব করব।' শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প খতিয়ান তুলে ধরে বিধানসভা ভোটের প্রচারও সেরে নেন তিনি।

Share this article
click me!