'বাড়ির বাইরে না বেরিয়েই বড়বড় মন্তব্য', লকেটের নাম নিয়েই তোপ দিলীপের

ফের বিজেপির অন্তর্কলহ প্রকাশ্য়ে।  বিজেপি নের্তৃত্বের বিরুদ্ধে ফের বিস্ফোরক মন্তব্য করেন লকেট চট্টোপাধ্যায়।  এবার তারই কড়া প্রতিক্রিয়া রবিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলেন দিলীপ ঘোষ।

 

ফের বিজেপির অন্তর্কলহ প্রকাশ্য়ে। শনিবার বিজেপি নের্তৃত্বের বিরুদ্ধে ফের বিস্ফোরক মন্তব্য করেন লকেট চট্টোপাধ্যায় (Locket Chatetrjee)। নাম না করলেও নিশানা করেন দলের সাধারণ সম্পাদক খোদ অমিতাভ চক্রবর্তীকেই। 'এটা কমিটি হয়েছে, এই কমিটি কিছুই করতে পারবে না। কাজের লোককে বাদ দিয়ে কাছের লোককে সাংগঠনিক দায়িত্ব দেবেন।' আর এবার তারই কড়া প্রতিক্রিয়া রবিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

Latest Videos

প্রসঙ্গত, হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেছিলেন,  'এটা কমিটি হয়েছে, এই কমিটি কিছুই করতে পারবে না। কাজের লোককে বাদ দিয়ে কাছের লোককে সাংগঠনিক দায়িত্ব দেবেন। রাজ্য থেকে জেলাস্তরের পদ পেতে চালু হওয়া কোটা সিস্টেম অবিলম্বে ভেঙে ফেলতে হবে। তাই কাছের মানুষ নয়, অগ্রাধিকার দিতে হবে কাজের মানুষকে।সন্ত্রাস সন্ত্রাস বলে দায় এড়ালে চলবে না। পুরুলিয়া-বাঁকুড়া সহ একাধিক জেলায় কোনও সন্ত্রাস হয়নি। বরং বিজেপির কর্মী সমর্থকরা বসে যাওয়ায় বুথে বুথে কোনও এজেন্ট দেওয়া হয়নি। যার ফায়দা তুলছে তৃণমূল কংগ্রেস।ভোটের মুখে আচমকাই সকল পুরোনো নের্তৃত্বকে বসিয়ে দেওয়া হঠকারিতা।'

আরও পড়ুন, 'যুদ্ধটা বন্ধ হলে ভালই হয়, পুতিন ও জেলেনস্কিকে বুঝিয়ে বলতে পারেন মমতা,' খোশমেজাজে দিলীপ

দলকে নিয়ে এই বিস্ফোরক মন্তব্যের পরই মুখ খোলেন দিলীপ ঘোষ। এদিন ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে তিনি বলেছেন, আত্মবিশ্লেষণ চলছিল। একমাত্র ভারতীয় জনতা পার্টিতেই আত্ম বিশ্লেষণ করা হয়।কেউ যদি নিজের দায়িত্ব এড়িয়ে গিয়ে অন্যের ঘাড়ে দোষ চাপায়, সেটা আত্মবিশ্লেষণ নয়, পরচর্চা হয়ে গেল।আত্মবিশ্লেষণ সেটাই , আমায় কি দায়িত্ব দেওয়া হল, আমি পালন করছি কিনা সেটা পার্টি দেখছে। এই সব কথা বলা খুব সহজ। যারা ময়দানে নেই, তারা যদি এইধরনের অভিযোগ করেন , তাহলে কী হবে।  যারা ময়দানে ছিলেন, তাঁরা জানেন, ঠিক কতটা কঠিন ময়দানে দাঁড়িয়ে এই লড়াই করাটা।'

অপরদিকে, সেফ বেঙ্গল বিজেপি বলে একটি টুইটার হ্যান্ডেল রয়েছে। সেখানে অমিত মালব্য, শুভেন্দু অধিকারী, অর্জুন সিং, সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পাল রয়েছেন। যেখানে 'ব্যর্থদের দল' বলে তোপ দাগা হয়েছে। অথচ সেই তালিকায় তাৎপর্যপূর্ণভাবে নাম নেই দিলীপ ঘোষের। সাংবাদিকের প্রশ্ন শুনতেই তিনি বলেন, 'অনেকলোক অনেক গ্রুপ বানাচ্ছে, অনেককিছু মন্তব্য করছে। সব ঠিক এরকম নয়। কে চালাচ্ছে , কী বলছে, এই সুযোগে যারা কোনও দিন বাড়ির বাইরে বের হননি , তারাই বড়বড় মন্তব্য করছেন। আমার মনে হয় এগুলি গুরুত্বপূর্ণ নয়।'

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today