অভিষেকের আজ বড় কিছু হতে পারে? সুকান্তর মন্তব্যে কীসের ইঙ্গিত!

‘‘আজই বড় কিছু হতে পারে। আপনারা নজর রাখুন।’’ সুকান্তের এই মন্তব্যের পরেই প্রশ্ন উঠেছে, তবে কি ইডি-র পদক্ষেপ সম্পর্কে আগে থেকেই সব জেনে যান বিজেপি নেতারা?

কয়লা পাচারকাণ্ডে বহুবার ইডি-র মুখোমুখি হতে হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, জেরার সামনে পড়েছেন তাঁর স্ত্রীও। আজ তাঁকে ইডি-র দীর্ঘক্ষণের জেরাপর্ব নিয়ে রাজ্য জুড়ে যখন জল্পনা তুঙ্গে, তখনই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ইঙ্গিতপূর্ণ মন্তব্য আরও একটি সন্দেহ উসকে দিল রাজনৈতিক মহলে। 

বিজেপির কথাতেই ভারতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আর সিবিআই চলে, এমন প্রসঙ্গ অনেক আগে থেকেই তুলে আসছে তৃণমূল। শুক্রবার সেই প্রশ্নে নতুন করে ইন্ধন দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সাংবাদিক বৈঠকে আচমকা বলে বসলেন, ‘‘আজই বড় কিছু হতে পারে।’’ 

Latest Videos

সুকান্ত মজুমদারের এই মন্তব্যের পরেই কড়া ভাষায় নিন্দা করেছে তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ সাংবাদিকদের বলেছেন, ‘‘বিজেপি ইডি, সিবিআইয়ের সম্মান নষ্ট করছে। বুঝিয়ে দিচ্ছে যে বিজেপিই কেন্দ্রীয় এজেন্সিকে নিয়ন্ত্রণ করছে।’’

শনিবার সকালেই সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে জিজ্ঞাসাবাদ চলার মধ্যেই বিজেপির রাজ্য দফতরে সাংবাদিক বৈঠক করেন সুকান্ত। সেখানেই এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি। সুকান্ত বলেন, ‘‘বিজেপির সঙ্গে তৃণমূলের কোনও বোঝাপড়া হয়নি। এমন অভিযোগ ঠিক নয়। সেটা হলে পার্থ চট্টোপাধ্যায় বা অনুব্রত মণ্ডলেরা গ্রেফতার হতেন না।’’ এর পরেই তিনি বলেন, ‘‘আজই বড় কিছু হতে পারে। আপনারা নজর রাখুন।’’ সুকান্তের এই মন্তব্যের পরেই প্রশ্ন উঠেছে, তবে কি ইডি-র পদক্ষেপ সম্পর্কে আগে থেকেই সব জেনে যান বিজেপি নেতারা? অথবা, এই মন্তব্য কি অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কেই করলেন সুকান্ত?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সোমবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতে মঞ্চ থেকেই বলেছিলেন, ‘‘এই সভা সফল হওয়ায় ইডি ফের অভিষেককে তলব করবে।’’ তাৎপর্যপূর্ণ ভাবে সেই দিন রাতেই ইডি অভিষেককে তলব করেছে বলে জানা যায়। সুকান্তের মন্তব্যের পরে শুক্রবার কুণাল ঘোষ বলেন, ‘‘অতীতেও দেখা গিয়েছে বিজেপি যা বলছে, তাই হচ্ছে। দিন বেছে বেছে তৃণমূল নেতাদের চিঠি পাঠানো বা তল্লাশি চালাচ্ছে। এর ফলের কেন্দ্রীয় তদন্ত সংস্থার সুনাম নষ্ট হচ্ছে।’’
 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia