'কোভিড নিয়েও রাজনীতি করব, দম থাকলে আটকান', জঙ্গল মহল থেকে সকাল সকাল দিলীপের তোপ

কোভিড নিয়েও রাজনীতি করবে বিজেপি

দম থাকলে আটকান মমতা বন্দ্যোপাধ্যায়

শুক্রবার সকালে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন দিলীপ ঘোষ

বিজেপির রাজ্য সভাপতির দাবি জঙ্গলমহলে সব আসন জিতবে বিজেপি

'আমরা রাজনীতি না করে কি কীর্তন করব? দম থাকলে আমাদের আটকান।' শুক্রবার সকালে পুরুলিয়ায় প্রাতভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে, করোনা নিয়ে রাজনীতি করার অভিযোগের জবাবে এমন কথাই বললেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ  দিলীপ ঘোষ। তিনি আরও বলেন, জঙ্গলমহলের সবকটি আসন পাবে বিজেপিই।

দলীয় কর্মসূচি উপলক্ষে বৃহস্পতিবার রাতেই পুরুলিয়া এসেছেন দিলীপ ঘোষ। যেখানেই থাকুন, প্রাতঃভ্রমনে তিনি ফাঁকি দেন না। এদিনই বেশ ভোরে পুরুলিয়া শহরের সাহেব বাঁধ রোড ধরে হাঁটতে শুরু করেছিলেন তিনি। সঙ্গে ছিলেন পুরুলিয়ার সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো, জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী সহ বেশ কিছু স্থানীয় বিজেপি নেতা ও কর্মী। প্রাতঃভ্রমন করতে করতেই জনসংযোগের কাজও করছিলেন তিনি। একটি চায়ের দোকানে দাঁড়িয়ে চা পান করতে করতে শুরু হয় চায়ে পে চর্চাও। 
সাংবাদিক সাধারণ মানুষ ও দলীয় কর্মীদদের সঙ্গে খোলামেলা কথা বলেছেন বিজেপির রাজ্যসভাপতি। তিনি বলেন, সন্ত্রাসের রাজত্ব চলছে এই রাজ্যে। মহিলাদের সিথির সিঁদুর মুছে যাচ্ছে। একসময় তাঁরা 'দিদি-দিদি' বলে ভোট  দিতেন, তাঁরাই বিজেপির দিকে ঝুঁকছেন। কারণ মমতা-কে যে ভরসা করে এনেছিলেন মানুষ, মমতা তা ধরে রাখতে পারেননি। তিনি মানুষকে ধোকা দিয়েছেন। মিথ্য়াচার করে যাচ্ছেন। মোদীর পাঠানো রেশন, মিড মে মিলের খাদ্যশস্য, আমফান-এর ক্ষতিপূরণের টাকা - সবই লুঠ হয়ে যাচ্ছে।

Latest Videos

এরপরই বিজেপির বিরুদ্ধে কোভিড নিয়ে রাজনীতি করার অভিযোগের জবাবে, দিলীপ ঘোষ বলেন, 'আমরা সবকিছু নিয়ে রাজনীতি করব। দম থাকলে আটকান। আমরা রাজনীতির লোক। রাজনীতি করব না তো কি কীর্তন করব? উনি একা রাজনীতি করবেন?'

 

Share this article
click me!

Latest Videos

বাংলাদেশে এবার খ্রিষ্টানদের বড়দিনের অনুষ্ঠানে হামলা, দেখুন এই ইস্যতে কী বললেন Suvendu Adhikari
২ মাস ধরে নেই বেতন! পরিবার সামলাতে হিমশিম, Chinsurah-এ পৌরকর্মীদের বিক্ষোভে থমথমে গোটা এলাকা
শতবর্ষে প্রাক্তন প্রধানমন্ত্রী Atal Bihari Vajpayee, শ্রদ্ধা নিবেদন রাষ্ট্র নেতাদের | PM Modi News
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
২৬-এ Mamata Banerjee-কে বিদায়! মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ Suvendu Adhikari-র