ফের বিজেপিকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগে গয়েশপুরে উত্তেজনা

  • গাছের মধ্যে ফের বিজেপিকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার
  • পুরুলিয়ার পর এবার নদিয়ার গয়েশপুরে ঘটনা
  • ঘটনার তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ
  • প্রতিবাদে সোমবার ১২ ঘণ্টা কল্যাণী বন্ধের ডাক

Asianet News Bangla | Published : Nov 1, 2020 5:25 PM IST / Updated: Nov 01 2020, 10:59 PM IST

মৌলিককান্তি মণ্ডল, নদিয়া-পশ্চিম মেদিনীপুরের মোহনপুরে ফাঁকা মাঠে বিজেপিকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। সেই ঘটনার রেষ কাটতে কাটতেই ফের একই ঘটনার পুনরাবৃত্তি হল নদিয়ার গয়েশপুরে। শ্মশানের কাছে একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার ঘিরে নতুন করে রাজনৈতিক চাপাপউতোর শুরু হয়েছে গয়েশপুর এলাকায়। 

আরও পড়ুন-পুজোর পর আশঙ্কা কমিয়ে নামল করোনা সংক্রমণের রেখাচিত্র, ২৪ ঘণ্টায় কমল আক্রান্তের সংখ্যাও

জানাগেছে, গয়েশপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বছর পঁয়ত্রিশের বিজয় শীলের দেহ উদ্ধার হয়। গয়েশপুর শ্মশানের কাছে একটি গাছের মধ্যে রবিবার সকালে ঝুলন্ত অবস্থায় দেহ দেখতে পান স্থানীয়রা। পেশায় রান্নার গ্যাস ডেলিভারির কাজ করতেন তিনি। এলাকায় সক্রিয় বিজেপি কর্মী হিসেবেও পরিচিত ছিলেন তিনি। তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ করেছে বিজেপি।

আরও পড়ুন-পুজোর পর বাড়তি পাওনা, কাঞ্চনজঙ্ঘা দর্শন রায়গঞ্জবাসীর

ঘটনার প্রতিবাদে সোমবার ১২ ঘণ্টার কল্যাণী বন্ধের ডাক দিয়েছে বিজেপি। বিজেপি কর্মী খুনের প্রতিবাদে রবিবার গয়েশপুর থানায় প্রতিবাদ বিক্ষোভ করে বিজেপি নেতৃত্ব। মৃতের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন বিজেপি নেতা শুভ্রাংশু রায়। বিজেপি কর্মী খুনে ট্যুইট করে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়। সোশ্য়াল মিডিয়ায় সরব হয়েছেন, শমিক ভট্টাচার্য, লকেট চট্টোপাধ্য়ায় সহ অন্যান্য বিজেপি নেতারা।
 

Share this article
click me!