দলের সাংসদের বিরুদ্ধেই ক্ষোভ, পুরুলিয়ায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগের হিড়িক

  • পুরুলিয়ায় বিজেপি-তে ভাঙন
  • জেলা নেতৃত্ব এবং সাংসদের বিরুদ্ধে ক্ষোভ
  • ক্ষোভের জেরে দলত্যাগ নেতা, কর্মীদের
     

বিজেপি সাফাই অভিযান মঞ্চের সমাবেশের আগেই বিজেপি- তে ভাঙন শুরু। রবিবার রাতেই বিজেপি এবং বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তৃণমূলে যোগদান করল একাধিক সদস্যের।

রবিবার পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ড- এ বিজেপি- র বিক্ষুব্ধ গোষ্ঠীর 'বিজেপি সাফাই অভিযান মঞ্চের' সমাবেশের আগেই রবিবার গভীর রাতে ঝালদা শহর তৃণমূল কার্যালয়ে যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এগারো নম্বর ওয়ার্ড- এর ঝালদা শহর বিজেপি- র সাধারণ সম্পাদক উদয় পরমাণিক ও দু' নম্বর ওয়ার্ড-এর ঝালদা শহর বিজেপি যুব মোর্চার সম্পাদক  অজয় রায়- সহ ৫০ জন বিভিন্ন  দল  থেকে এ দিন যুব তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

Latest Videos

তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন কার্যকরী সভাপতি প্রদীপ কর্মকার ও শহর সভাপতি দেবাশীষ সেন। যুব তৃণমূল কংগ্রেস কনভেনার রাজেশ রায় ও প্রদীপ কর্মকার জানান, 'নতুন এই কর্মীদের যোগদানে পুরুলিয়ায় দল আরও শক্তিশালী হলো। কিছু ভুল বোঝাবুঝির কারণে এখানে বিজেপি একটু জায়গা পাচ্ছিলো, কিন্তু আজ অনেকে ভুল বুঝতে পেরে দিদির উন্নয়নকে দেখে ফিরে আসছেন।'

সামনেই পুরসভা নির্বাচন। তার আগে পুরুলিয়ার গেরুয়া শিবিরে গোষ্ঠীদ্বন্দ প্রকাশ্যে। দলের পুরনো দিনের একাধিক নেতা কর্মীরা ম্লে তৈরি করেছেন বিজেপি সাফাই অভিযান মঞ্চ। আজ এই মঞ্চের সভা। সেই মঞ্চ থেকেই দল ছাড়ার ঘোষণা করতে পারেন জেলার অনেক নেতা, কর্মী। তার আগে পুরুলিযা থেকে নির্বাচিত বিজেপি সাংসদ জ্যাতির্ময় সিং মাহাতোর মুখোশ খুলতে চান বলে জানান  সাফাই অভিযান মঞ্চের নেতা নির্মল কেশরী।

Share this article
click me!

Latest Videos

PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল