পদে বসেই বিপদের মুখে, দুর্ঘটনায় মৃত বিজেপির জেলা সভাপতি

Published : Dec 07, 2019, 10:56 AM IST
পদে বসেই বিপদের মুখে, দুর্ঘটনায়  মৃত বিজেপির জেলা সভাপতি

সংক্ষিপ্ত

শুক্রবার ফের শিলিগুড়ির সভাপতি পদে নির্বাচিত হন তিনি কিন্তু সাংগঠনিক পদ সামলানোর জন্য সময় পেলেন না রাতেই  পথ দুর্ঘটনায় মারা গেলেন বিজেপির শিলিগুড়ির জেলা সভাপতি

শুক্রবার সন্ধ্যায় কলকাতায় বিজেপির রাজ্য দফতরে ফের শিলিগুড়ির সভাপতি পদে নির্বাচিত হন তিনি। কিন্তু সাংগঠনিক পদ সামলানোর জন্য সময় পেলেন না। রাতেই  পথ দুর্ঘটনায় মারা গেলেন বিজেপির শিলিগুড়ির জেলা সভাপতি অভিজিৎ রায়চৌধুরী। 

গতকাল সন্ধ্যায় বিজেপির রাজ্য দফতরে ঘোষণা করা হয় ২৩ জন জেলা সভাপতির নাম। সেখানে শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি পদে অভিজিৎ পুনর্নির্বাচিত হন।  বৈঠক সেরে রাতেই গাড়িতে শিলিগুড়ি ফিরছিলেন অভিজিৎ। গাড়িতে তিনি ছাড়াও আরও তিন জন ছিলেন। জানা গেছে, রাত তিনটে নাগাদ বহরমপুর থানার ভাকুরি মোড়ের কাছে একটি কুকুরকে পাশ কাটাতে গিয়েই তাঁদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়ির সামনের সিটে বসা অভিজিৎবাবু দুর্ঘটনাস্থলেই মারা যান। গাড়ির বাকি আরোহীরা গুরুতর জখম হন। তাঁদের চিকিৎসার জন্য বহরমপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

PREV
click me!

Recommended Stories

মৃতদেহ টেনে এনে কলতলায় ধুয়ে কামড়ে খাচ্ছিল! হাতেনাতে পাকড়াও কোচবিহারে 'নরখাদক'
এসআইআর শুনানিতে মোহনবাগানের কিংবদন্তি কর্তা স্বপনসাধন বসুকে তলব নির্বাচন কমিশনের