পাচারের আগেই মাঝপথে গ্রেফতার, শিলিগুড়িতে উদ্ধার ১২ কোটির মাদক

  • কলকাতা থেকে অসমে পাচার করা হচ্ছিল ব্রাউন সুগার
  • পাচারের আগেই শিলিগুড়িতে উদ্ধার করল পুলিশ
  • গ্রেফতার করা হয়েছে এক পাচারকারীকে
     

debamoy ghosh | Published : Feb 8, 2020 12:06 PM IST

কলকাতা থেকে অসমে পাচার হচ্ছিল বিপুল পরিমাণ ব্রাউন সুগার। কিন্তু মাঝপথেই গোপন সূত্রে খবর পেয়েই বমাল একজন পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ। 

পাচারের আগেই ফের একবার উদ্ধার হল ব্রাউন সুগার। ঘটনায় গ্রেপ্তার এক ক্যারিয়ার বা পাচারকারী। ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে একটি ছোট গাড়ি করে এই বিপুল পরিমাণ ব্রাউন সুগার নিয়ে যাওয়া হচ্ছিল। আগাম খবর পেয়ে  ঘোষপুকুর-ফুলবাড়ি বাইপাস-এ গাড়িটিকে আটকায় পুলিশ। তল্লাশিতে  প্রায় ৫ কেজি ব্রাউন সুগার উদ্ধার হয়। জানা গিয়েছে, ওই বিপুল পরিমাণ ব্রাউন সুগার কলকাতা থেকে অসমের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনাস্থল থেকেই আশিক আলি নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

ঘটনার পর পুলিশের তরফে গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ব্রাউন সুগারও। এ বিষয়ে ফাঁসিদেওয়ার বিডিও সঞ্জু গুহ মজুমদার বলেন, উদ্ধার হওয়া ওই বিপুল পরিমাণ ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ কোটি টাকা। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। 
 

Share this article
click me!