বাংলা সীমান্তে ফের চোরাচালানের চেষ্টা, প্লাস্টিকের ওষুধের পাত্র খুলতেই চোখ কপালে বিএসএফের

বিএসএফ সূত্রের খবর এদিন প্লাস্টিকের ওষুধের পাত্রে সোনা লুকিয়ে পাচারের চেষ্টা করা হয়। বিএসএফ কর্মকর্তারা দর ফাঁকি দিয়ে সোনা বাজেয়াপ্ত করে। বিকেল পৌনে পাঁচটা নাগাদ, আলীম সরদার নামে পরিচিত একজন স্থানীয় বাসিন্দাকে গেট ডিউটিতে থাকা বিএসএফ জওয়ানরা থামান। এরপর তার কাছ থেকে একাধিক প্লাস্টিকের বোতল উদ্ধার করা হয়।

Parna Sengupta | Published : Sep 11, 2022 4:49 AM IST

বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ তৎপরতায় চোরাচালানের বড় ছক বানচাল। নই সেপ্টেম্বর বৃহস্পতিবার একটি চোরাচালান প্রচেষ্টা ব্যর্থ করে বিএসএফ। রাজ্যের উত্তর ২৪ পরগণার কাছে ২৪০০ কেজি ওজনের ২১টি সোনার বিস্কুট উদ্ধার করেন বিএসএফ আধিকারিকরা। 

বিএসএফ সূত্রের খবর এদিন প্লাস্টিকের ওষুধের পাত্রে সোনা লুকিয়ে পাচারের চেষ্টা করা হয়। বিএসএফ কর্মকর্তারা দর ফাঁকি দিয়ে সোনা বাজেয়াপ্ত করে। বিকেল পৌনে পাঁচটা নাগাদ, আলীম সরদার নামে পরিচিত একজন স্থানীয় বাসিন্দাকে গেট ডিউটিতে থাকা বিএসএফ জওয়ানরা থামান। এরপর তার কাছ থেকে একাধিক প্লাস্টিকের বোতল উদ্ধার করা হয়।

নিরাপত্তা তল্লাশির জন্য বিএসএফ আধিকারিকরা তাকে আটকালে সে পালিয়ে যায়। তিন দিনে উদ্ধার হওয়া সোনার বিস্কুটের এটি দ্বিতীয় চালান। এর আগে সাতই সেপ্টেম্বর, ২০২২-এ, একই সীমান্ত ফাঁড়িতে অবস্থানরত বিএসএফ আধিকারিকরা একটি স্প্রে মেশিনের ভেতর থেকে ২.২১৬ কেজি ওজনের সোনার বিস্কুট বাজেয়াপ্ত করে।

বাজেয়াপ্ত করা সোনার বিস্কুটগুলো বাগদা কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে। সোনা বাজেয়াপ্ত করার পরে, বিএসএফের ৬৮ তম ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার যোগেন্দ্র আগরওয়াল জানিয়েছেন যে ভারত-বাংলাদেশ সীমান্তে যে কোনও অপরাধ রোধ করতে সেনারা হাই অ্যালার্ট অবস্থায় রয়েছে।

এই ধরণের ঘটনা ভারত বাংলাদেশ সীমান্তে নতুন নয়। সাতই জুলাই ১০ টি সোনার বিস্কুটসহ এক যুবককে গ্রেফতার করে বিএসএফ। বালুরঘাটের হিলি সীমান্তের হাড়িপুকুর এলাকায় এই ঘটনা ঘটে। বাংলাদেশ থেকে বাইকের মধ্যে লুকিয়ে ১০টি সোনার আনছিল ওই ব্যক্তি বলে অভিযোগ। হিলি সীমান্তের হাড়িপুকুর বিএসএফ ক্যাম্পে তল্লাশিতে ধরা পড়ে যায় সে। বালুরঘাট শুল্ক বিভাগের হাতে যুবককে তুলে দেয় বিএসএফ। এরপর বালুরঘাট আদালতে তাকে পেশ করা হয়।  

জুন মাসে পাচারকারী সন্দেহে মুর্শিদাবাদের সাগরপাড়ার চক মথুরায় সীমান্ত রক্ষীর গুলিতে এক কৃষকের মৃত্যু হয়। মৃতের পরিবারের অভিযোগ পাচারকারী সন্দেহেই গুলি চালায় বিএসএফ। যদিও ঘটনার পর মুখ বন্ধ রাখে বিএসএফ। এদিকে উত্তাল হয়ে ওঠে মুর্শিদাবাদ।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এদিন সকালে সীমান্তের পাটের জমির আড়ালে ফেনসিডিল পাচার করছিল রুহুল মণ্ডল বলে ওই যুবক। সেসময় সীমান্তে কর্তব্যরত জওয়ানরা তাকে আটকাতে গেলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাঁকে থামাতেই বিএসএফ গুলি চালায়। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে যুবকের মৃত্যু হয়। 

Share this article
click me!