গ্রামে সিবিআইকে ঢুকতে দেখেই পালাল অভিযুক্ত, ভোট পরবর্তী হিংসায় সিবিআইয়ের হাতে আটক তিন

রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ক্রমশই বাড়ছে অজানা জ্বরে আক্রান্ত শিশু ভর্তির সংখ্যা। রবিবার পর্যন্ত হাসপাতালের শিশু বিভাগে ভর্তির সংখ্যা ৮৫।  

ভোট পরবর্তী হিংসার তদন্তে ফের সক্রিয় সিবিআই। হিংসায় প্রাণ হারান বীরভূমের ময়ূরেশ্বর বিধানসভার মল্লারপুর থানার কোট গ্রামের বিজেপির বুথ সভাপতি জাকির হোসেন। ৮ মে তাকে দিনের বেলা প্রচণ্ড মারধর করে দুষ্কৃতীরা। তার হাত পা ভেঙে দেওয়া হয়েছিল। রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছিল। ১৬ মে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। পথেই তার মৃত্যু হয়। মৃত্যুর আগে অভিযুক্তদের নাম জানিয়ে গিয়েছিলেন তিনি। 

তাদের মধ্যে কয়েকজন জামিনে ছাড়া পেয়েছেন। কয়েকজন পলাতক। হাইকোর্টের নির্দেশে সিবিআই মামলা হাতে নেওয়ার পর বেশ কয়েকবার কোট গ্রামে গিয়েছিল। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে। এরপর সোমবার সকালে বিশাল পুলিশবাহিনী নিয়ে গ্রামে হাজির হয় সিবিআইয়ের বড়সড় দল। তারা ১৩টি বাড়িতে ঢুকে জিজ্ঞাসাবাদ করে। 

Latest Videos

সিবিআই দলকে গ্রামে ঢুকতে দেখে পালিয়ে যান ফয়েজ কাজী। পুলিশ তার স্ত্রী রিনা বিবিকে জিজ্ঞাসাবাদ করে। এরপর ছেলে আলমগীর কাজীকে আটক করে নিয়ে যায়। এছাড়াও জামিনে থাকা জাহির শেখ এবং বাবলু শেখকে আটক করে নিয়ে যায় সিবিআই।

Share this article
click me!

Latest Videos

নিজের জন্য ভাবেননি, ভেবেছিলেন গোটা দেশের জন্য : মোদী | PM Modi on Netaji | Netaji Birthday |
'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি