এবার সিবিআই-এর নজরে অনুব্রতর চাটার্ড অ্যাকাউন্টেন্ট, কেষ্ট-ঘনিষ্ঠদের বাড়িতেও চলল অভিযান

বুধবার সাত সকালে বোলপুরে পৌঁছয় সিবিআই আধিকারিকদের একটি দল। প্রথমেই বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল-ঘনিষ্ঠ কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় ওরফে মুনের বাড়িতে হানা দেয় তদন্তকারীরা। এলাকায় কেষ্টর ছায়াসঙ্গী হিসেবে পরিচিত মুন।

ফের বোলপুরে সিবিআই হানা। এবার নজড়ে অনুব্রত মণ্ডল-ঘনিষ্ঠ কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়। কেষ্টর ছায়াসঙ্গী বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় ওরফে মুন ছাড়াও সুদীপ রায় বলে আর এক অনুব্রত-ঘনিষ্ঠ ব্যক্তি, এমনকী অনুব্রতের মন্ডলের চাটার্ড অ্যাকাউন্টেন্ট মণীশ কোঠারির বাড়িতেও এদিন হানা দেয় সিবিআই। এখানেই থেমে নেই সিবিআই কেষ্ট-ঘনিষ্ঠ আরও একাধিক নেতা-কর্মীর বাড়িতেও তদন্তকারীরা অভিযান চালাবেন বলে জানা যাচ্ছে। 
বুধবার সাত সকালে বোলপুরে পৌঁছয় সিবিআই আধিকারিকদের একটি দল। প্রথমেই বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল-ঘনিষ্ঠ কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় ওরফে মুনের বাড়িতে হানা দেয় তদন্তকারীরা। এলাকায় কেষ্টর ছায়াসঙ্গী হিসেবে পরিচিত মুন। তৃণমূল নেতার সঙ্গে বিভিন্ন কাজে তথা তাঁর বাড়িতেও একাধিকবার দেখা গিয়েছে মুনকে। এবারেই কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বিশ্বজ্যোতি। তদন্তকারীদের পরবর্তী গন্তব্য হয় সুদীপ রায় বলে এক ব্যক্তির বাড়ি এবং সেখান থেকে অনুব্রত মণ্ডলের চাটার্ড অ্যাকাউন্টেন্ট মণীশ কোঠারির বাড়িতেও  যায় সিবিআই। 

আরও পড়ুন সুকন্যার নামে আরও সম্পত্তি! সিবিআই-এর নজরে এবার কেষ্ট-কন্যা 

Latest Videos


মঙ্গলবার ফের একবার সিবিআই-এর জেরার মুখে পড়েন অনুব্রত। গোরু পাচার কাণ্ডের তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। অনুব্রত ও তাঁর মেয়ে সুকন্যার নামে মিলেছে একাধিক সম্পত্তির হদিশ। জেরা করা হয় অনুব্রতর দেহরক্ষী সহগল হুসেনকেও। এরপর দিনই বোলপুরে অভিযান চালায় সিবিআই। 
প্রসঙ্গত, সম্প্রতি অনুব্রতর সম্পত্তির খোঁজে বোলপুরের ভোলে বোম রাইস মিলে হানা দিয়েছিল সিবিআই । ভোলে বোম রাইস মিল ছাড়াও বীরভূমে অনুব্রতর নামে একাধিক রাইস মিল রয়েছে বলে দাবি সিবিআই আধিকারিকদের। যদিও রাইস মিল বন্ধ থাকায় প্রাথমিকভাবে তদন্তের কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে বলে অভিযোগ তুলেছিল সিবিআই। 
গোরু পাচার কাণ্ডের তদন্তে নেমে সিবিআই-এর হাতে গ্রেফতার হয় তৃণমূলের দুঁদে নেতা অনুব্রত মণ্ডল। এর পর থেকেই নানা ঘটনাক্রমের মাধ্যমে বারবার শিরোনামে উঠে আসে ভোলে বোম রাইস মিলের নাম। তারই তদন্তে বোলপুরের সেই ভোলে বোম রাইস মিলে পৌঁছেছিল সিবিআই-এর ৪ সদস্যের প্রতিনিধি দল।  

আরও পড়ুনজেলেও কেষ্টর 'ভরসা' সহগলেই, ওষুধ থেকে খাওয়া দাওয়া অনুব্রতকে 'আগলে' রাখছে সহগল

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee : 'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের
Suvendu Adhikari: 'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি