ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের তদন্তে তৎপর সিবিআই। ঝালদাকাণ্ডে ধৃতদের হেফাজতের অনুমতি না পেয়ে বিচারকের বাংলো পৌঁছল সিবিআই।
ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের তদন্তে তৎপর সিবিআই। বুধবার হাইকোর্টের নির্দেশে ঝালদাকাণ্ডের তদন্তের দায়ভার পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারপর থেকেই ঝালদাহত্যাকাণ্ডের শিকড়ে পৌছতে জাল গোটাতে শুরু করেছে সিবিআই। খুনের ঘটনায় ইতিমধ্যেই দুটি ফোন বাজেয়াপ্ত করেছে সিবিআই। ইতিমধ্যেই কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় একাধিক অডিও কলও ভাইরাল হয়েছে। যেখানে তপন কান্দুর সঙ্গে ঝালদা থানা আইসি এবং অপর একটি অডিওতে ভাইপো মিঠুন কান্দুর কথোপকথন শুনতে পাওয়া যায়। তাই বাজেয়াপ্ত ফোন দুটি ফরেন্সিক পরীক্ষার পরীক্ষা সমস্ত ফোন কল খতিয়ে দেখা হবে। এবং সেই ভাইরাল অডিও দুটিও সিবিআই নিজেদের হেফাজতে নিয়েছে। আদৌ তপন কান্দুর সঙ্গে ঝালদা থানা আইসি ও ভাইপো মিঠুন কান্দুর কথা হয়েছে কিনা, সেটা খতিয়ে দেখবে সিবিআই। যদিও এই অডিও-র সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা।
এসডিপিও-সহ ৫ পুলিশকে দীর্ঘ সময় ধরে জেরা
হাইকোর্টের নির্দেশে ঝালদাকাণ্ডের তদন্তের দায়ভার পেতেই বুধবার রাতে পুরুলিয়া পৌছন সিবিআই আধিকারিকরা। বৃহস্পতিবার পুরুলিয়া জেলা আদালতে পৌছন সিবিআই আধিকারিকরা। তপন কান্দুর অপর এক ভাইপো বীরবল কান্দুকে নিয়ে ঘটনাস্থলে পৌছে যান সিবিআই আধিকারিকরা। ওই দিনই ঝালদা থানায় সিবিআই ফুটেজ চাইলেও তা পায়নি সিবিআই। তদন্তের ভাগ হিসেবে এই হত্যাকাণ্ডে ৫ জন পুলিশকে ক্লোজ করা হয়। শুক্রবার কথা বলার পাশপাশি শনিবারও এই ৫ পুলিশকর্মীকে ডেকে পাঠান সিবিআই আধিকারিকরা। তারই সঙ্গে ডেকে পাঠান ঝালদার এসডিপিও। শনিবার ঝালদার রেঞ্জ অফিসে হাজিরা দেন এসডিপিও সুব্রত দেব। প্রায় ১ ঘন্টা ধরে তাঁকে জেরা করেন সিবিআই। এরপর তাঁদেরকে নিয়ে ঘটনাস্থলে যান সিবিআই আধিকারিকরা। ১৩ মার্চ যেই এলাকায় তপন কান্দুকে খুন করা হয়, সেই ঘটনাস্থল আরও ভালো করে খতিয়ে দেখেন। তবে এদিনও সিবিআই-র অস্থায়ী ক্যাম্পে এসডিপিও-কে তদন্তের স্বার্থে তলব করা হয়। সেখানে রয়েছেন ডিআইডি সিবিআই। এদিকে এরই সঙ্গে ডেকে পাঠানো হয় তপন কান্দু খুনের প্রত্যক্ষ দর্শীদের।
আরও পড়ুন, মাত্র ৪০০ মিটার দূরে ছিল পুলিশের গাড়ি, খবর পেয়েও গুলিবিদ্ধ তপন কান্দুর কাছে যাননি কেউ
আইসি-কে কবে তলব ? হেফাজতের অনুমতি না পেয়ে বিচারকের বাংলা পৌছল সিবিআই
তবে তপন কান্দু খুনের ঘটনায় বারবার অভিযোগ উঠেছে ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষের বিরুদ্ধে। যদি সেই সঞ্জীব ঘোষকে এখনও ডেকে পাঠায়নি। তবে খুব শীঘ্রই তাকে তলব করা হতে পারে বলে সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঝালদা কাণ্ডের তদন্তে সিট দীপক কান্দু, নরেন কান্দু, কলেবর সিং এবং আশিক কান্দুকে গ্রেফতার করেছিল। তাঁদের নিজেদের হেফাজতে নিতে দুপুরে পুরুলিয়া জেলা আদালতে পৌছয় সিবিআই। সেখানে কোনও সুরাহা না মেলায়, সিবিআই-র দল পৌছয় বিচারকের বাংলোতে। সেখানে ফোনে ৩০ মিনিট কথা বলার পর তাঁদেরকে আগামীকাল সোমবার আদালতে আসার নির্দেশ দেন বিচারক। আগামী দুই এক দিনের মধ্য়েই সিবিআই-র সিএফএসএল-দলও এসে পৌছবে ঝালদায়। সব মিলিয়ে দুরুন্ত গতিতে এগোচ্ছে ঝালদা হত্যাকাণ্ডের সিবিআই তদন্ত।
আরও পড়ুন, পুরীতে গিয়ে রহস্য মৃত্যু কলকাতার যুবকের, কেন 'পালিয়ে' বাড়ি ফিরল বন্ধুরা