পুলিশের তাড়া খেয়ে দোকানে ধাক্কা ডাম্পারের, ঘটনাস্থলেই মৃত ১ শিশু সহ মহিলা, ব্যাপক চাঞ্চল্য নন্দকুমারে

শেষ পাওয়া আপডেট অনুসারে আহত সবাইকেই ইতিমধ্যে তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে আনা হয়েছে। ঘটনাস্থলে নন্দকুমার থানার পুলিশ গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার বাসিন্দারা।

কিছুতেই যেন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে পথ দুর্ঘটনার বাড়বাড়ন্ত। তবে এবার পূর্ব মেদিনীপুরে একটি পথ দুর্ঘটনার জন্য পুলিশ কাঠগড়ায় তুলল স্থানীয় বাসিন্দারা। এদিন মেছেদা-হলদিয়া ৪১ নম্বর জাতীয় সড়কের হাঁসগেড়িয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে হলদিয়া গামী ডাম্পার ঢুকে যায় একটি দোকানে। ধাক্কা মারে একাধিক পথচারীকে।  ঘটনাস্থলেই মৃত ১ শিশু। আহত হন আরও অনেকে। গুরুতর আহত অবস্থায় আরও এক মহিলাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে আরও দুজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি বলে জানা যাচ্ছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শেষ পাওয়া আপডেট অনুসারে আহত সবাইকেই ইতিমধ্যে তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে আনা হয়েছে। ঘটনাস্থলে নন্দকুমার থানার পুলিশ গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ পুলিশ রাস্তায় তোলাবাজি করছিল। ডাম্পারটিকে আটকে টাকা নিতে গেলে পুলিশের তাড়ায় ডাম্পারটি নিয়ন্ত্রণ হারায়। এমনকী মৃত্যুর খবর শোনা মাত্রই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের সঙ্গে সংঘর্ষের পরিস্থিতিও তৈরি হয়। যদিও দ্রুত নন্দকুমার থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থালে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এখনও এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।

Latest Videos

 

আরও পড়ুন- ৯ দিনে একবারও আসেনি ফোন, আটলান্টিক মহাসাগরে নিখোঁজ কেরলের যুবক

আরও পড়ুন-পুরভোটের আঁচে তপ্ত বাংলা, গোটা বাংলা জুড়েই রবিবাসরীয় প্রচারে বিশেষ জোর তৃণমূলের

তবে এই ধরণের সড়ক দুর্ঘটনা পূর্ব মেদিনীপুরে নতুন নয়। ২০২০ সালের জুলাই মাসে কাঁথি নন্দকুমার জাতীয় সড়কে মারিশাদা থানার দইসাই বাসস্ট্যান্ডের কাছে দিঘা থেকে হাওড়াগামী যাত্রী বোঝাই বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি ডাম্পারের। ওই ঘটনাতেও বহু যাত্রী গুরুতর ভাবে আহত হন। অন্যদিকে গত বছর ২১ নভেম্বর রবিবার বিকেল ৫ টা নাগাদ দিঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে মারিশদা গয়াগিরি বাসস্ট্যাণ্ড সংলগ্ন এলাকায় ফের একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় এক বাইক আরোহীর। সূত্রের খবর গয়াগিরি বাসস্ট্যাণ্ড সংলগ্ন এলাকায় ডাম্পারের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটো রিক্সাটিকে চাপা দেয়। পাশাপাশি একটি বাইককে ধাক্কা মারে। তখনই ডাম্পারের চাকার তলায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহী সঞ্জীব দলাইয়ের। সেই সময় এই ঘটনা নিয়ে ব্যাপাক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। এমনকী গোটা জেলাজুড়ে ক্রমশ ডাম্পার দৌরাত্ম্য বৃদ্ধি নিয়েও ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।

 

আরও পড়ুন-প্রথম দফার ভোটেই স্পষ্ট উত্তরপ্রদেশ থেকে মুছে যাবে বিজেপি, ফের আক্রমণে অখিলেশ

আরও পড়ুন-রবিবার ৬ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলী সেতু, যানজট এড়াতে কোন রাস্তা দিয়ে যাবেন জেনে নিন

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury