সংক্ষিপ্ত

শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারে জোর দিচ্ছে শাসক বিরোধী সব পক্ষই। এদিকে পানিহাটি পৌরসভার ৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী রেখা রায় আজ রবিবার সকালে জনসংযোগ করলেন সোদপুর এইচবি টাউন অঞ্চলে দলীয় কর্মীদের সাথে।

গতকালই মিটেছে শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর, বিধাননগর পৌরসভার ভোট পর্ব। এদিকে চলতি মাসেই ভোট রয়েছে রাজ্যে শতাধিক পৌরসভায়। তার আগে শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারে জোর দিচ্ছে শাসক বিরোধী সব পক্ষই। এদিকে পানিহাটি পৌরসভার ৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী রেখা রায় আজ রবিবার সকালে জনসংযোগ করলেন সোদপুর এইচবি টাউন অঞ্চলে দলীয় কর্মীদের সাথে। এদিন পায়ে হেঁটে ঘুরে সাধারণ মানুষের বাড়িতে গিয়ে ভোট প্রার্থনা করতে দেখা যায় তাঁকে। অন্যদিকে পানিহাটি পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বনাথ দে আজ নির্বাচনী জনসংযোগ করলেন এই ওয়ার্ডেরই পানিহাটি হলধর বসু রোড, দাসকলোনি সহ বিস্তীর্ণ অঞ্চলে। যা নিয়ে রীতিমতো ভালো সাড়া দেখা যায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

এদিকে জনসংযোগ শুরুর আগেই ওয়ার্ডের বাসিন্দারা পুষ্পবৃষ্টি মধ্য দিয়ে বরণ করে নিলেন দলীয় প্রার্থী বিশ্বনাথ বাবুকে। এরপর দলীয় কর্মীদের সাথে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করলেন তিনি। অন্যদিকে এদিনই আবার কামারহাটি ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী মায়া দাসের প্রচারে দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় সুসজ্জিত হুডখোলা গাড়িতে করে গোটা এলাকা প্রার্থীকে নিয়ে প্রচার সারলেন। একইসঙ্গে রবিবাসরীয় প্রচারে জমজমাট বরানগর পৌরসভা অঞ্চলও। এদিন সকাল-সকাল বরানগর পৌরসভার তৃণমূল কংগ্রেস প্রার্থীরা নিজের নিজের এলাকায় প্রচার সারলেন। প্রচার মিছিলে বরনগর বিধানসভার বিধায়ক তাপস রায়কে প্রার্থীদের সাথে পা মেলাতে দেখা যায়।

আরও পড়ুন- প্রথম দফার ভোটেই স্পষ্ট উত্তরপ্রদেশ থেকে মুছে যাবে বিজেপি, ফের আক্রমণে অখিলেশ

প্রচার সারলেন বারানগর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী ঊষা বেরা, ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী অঞ্জন পালেরা। এদিকে মনোনয়ন পত্র জমা দেওয়ার পর আজ প্রথম রবিবার। আর সেই কারণেই আজ রবিবাসরীয় প্রচার জোর কদমে শুরু করে দিয়েছেন ব্যারাকপুর মহকুমা সব কটি রাজনৈতিক দলের প্রার্থীরা। তবে প্রচারে অনেকটা  এগিয়ে থাকছে তৃণমূল। রবিবারের প্রচারে পুরোদমে দেখতে পাওয়া গিয়েছে লাল ব্রিগেডের মানুষের সাথে থাকা মহিলা নন্দিতা মজুমদারকে। তিনি এবার তিন নম্বর ওয়ার্ড থেকে লড়ছেন। জয়ের ব্যাপারে আশাবাদী তিনিও। তবে এই ওয়ার্ডে শক্তি বৃদ্ধি হয়েছে তৃণমূলেরও। তাই এখানে এবারে লড়াইটা ত্রিমুখী হওয়ারই সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একটা বড় অংশের।

আরও পড়ুন- সত্যিই কী দ্বিতীয় বিয়ে করছেন মদন মিত্র, নাকি কোনও রাজনৈতিক স্টান্ট, জোর গুঞ্জন রাজনৈতিক মহলে

আরও পড়ুন- কাটছে বৃষ্টির ভ্রুকুটি, সপ্তাহান্তেই ফের জাঁকিয়ে শীতের আমেজ রাজ্যে, কলকাতায় কত নামল পারা