ভারতীর বিরুদ্ধে তদন্ত শেষ সিআইডি-র, বিজেপি নেত্রীর সম্পত্তি হস্তান্তরের নির্দেশ আদালতের

Published : Aug 31, 2019, 04:51 PM IST
ভারতীর বিরুদ্ধে তদন্ত শেষ সিআইডি-র, বিজেপি নেত্রীর সম্পত্তি হস্তান্তরের নির্দেশ আদালতের

সংক্ষিপ্ত

ভারতের ঘোষের বিরুদ্ধে তদন্ত শেষ করল সিআইডি প্রাক্তন পুলিশ কর্তার সম্পত্তি ফেরতের নির্দেশ দিল আদালত  বিচার প্রক্রিয়া শুরু করার আবেদন করল রাজ্যের তদন্তকারী সংস্থা  


দাসপুর সোনচুরি মামলা-সহ ভারতী ঘোষের যাবতীয় অভিযোগের তদন্ত শেষ বলে মেদিনীপুর আদালতে জানাল সিআইডি। শনিবার একটি সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করে সিআইডি বিচার প্রক্রিয়া শুরুর আবেদন করেছে। 

এ দিনও ভারতী ঘোষের  প্রাক্তন দেহরক্ষী সুজিত মণ্ডলের জামিনের আবেদন ফের নাকচ করে দিয়েছে আদালত। তবে তদন্তের সময় ভারতী ঘোষের বাড়ি ও যে সমস্ত বিভিন্ন জিনিসপত্র আটকে রেখেছে সিআইডি, সেগুলি হস্তান্তরের নির্দেশ দিয়েছে আদালত।

 একই সঙ্গে ভারতী ঘোষের ছেলের যে ব্যাংক একাউন্ট ফ্রিজ করা ছিল, আদালত আগেই সেটি স্বাভাবিক করার নির্দেশ দিয়েছিল। ভারতীদেবীর আইনজীবী এ দিন অভিযোগ করেন, আদালতের নির্দেশ সত্ত্বেও ওই অ্যাকাউন্ট স্বাভাবিক করা হয়নি। এই অভিযোগ শুনে ওই ব্যাঙ্কের ম্যানেজারকে হাজিরার নির্দেশ দেন বিচারক। 

শনিবার মেদিনীপুর আদালতে এই মামলায় হাজিরা দেওয়ার জন্য উপস্থিত হয়েছিলেন ভারতী ঘোষ ও জেল হেফাজতে থাকা তাঁর প্রাক্তন নিরাপত্তারক্ষী সুজিত মণ্ডল। এর পরের হাজিরার দিন থেকে বিচার প্রক্রিয়া শুরু হবে।

PREV
click me!

Recommended Stories

News Round Up: বাবরি মসজিদ নিয়ে মমতা-হুমায়ুন তরজা থেকে দেশজুড়ে ইন্ডিগো-র বিমান বিপর্যয়, সারাদিনের খবর এক ক্লিকে
PM Modi: মোদী–পুতিনের হাইভোল্টেজ বৈঠক! ভারত-রাশিয়ার সম্পর্ক নিয়ে বড় ঘোষণা মোদীর