দাসপুর সোনচুরি মামলা-সহ ভারতী ঘোষের যাবতীয় অভিযোগের তদন্ত শেষ বলে মেদিনীপুর আদালতে জানাল সিআইডি। শনিবার একটি সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করে সিআইডি বিচার প্রক্রিয়া শুরুর আবেদন করেছে।
এ দিনও ভারতী ঘোষের প্রাক্তন দেহরক্ষী সুজিত মণ্ডলের জামিনের আবেদন ফের নাকচ করে দিয়েছে আদালত। তবে তদন্তের সময় ভারতী ঘোষের বাড়ি ও যে সমস্ত বিভিন্ন জিনিসপত্র আটকে রেখেছে সিআইডি, সেগুলি হস্তান্তরের নির্দেশ দিয়েছে আদালত।
একই সঙ্গে ভারতী ঘোষের ছেলের যে ব্যাংক একাউন্ট ফ্রিজ করা ছিল, আদালত আগেই সেটি স্বাভাবিক করার নির্দেশ দিয়েছিল। ভারতীদেবীর আইনজীবী এ দিন অভিযোগ করেন, আদালতের নির্দেশ সত্ত্বেও ওই অ্যাকাউন্ট স্বাভাবিক করা হয়নি। এই অভিযোগ শুনে ওই ব্যাঙ্কের ম্যানেজারকে হাজিরার নির্দেশ দেন বিচারক।
শনিবার মেদিনীপুর আদালতে এই মামলায় হাজিরা দেওয়ার জন্য উপস্থিত হয়েছিলেন ভারতী ঘোষ ও জেল হেফাজতে থাকা তাঁর প্রাক্তন নিরাপত্তারক্ষী সুজিত মণ্ডল। এর পরের হাজিরার দিন থেকে বিচার প্রক্রিয়া শুরু হবে।