Dakshin Dinajpur Municipal Election 2022 Live: নেই স্পর্শকাতর বুথ, কী পরিস্থিতি দক্ষিণ দিনাজপুর পুরভোটে

রবিবার ২৭ ফেব্রুয়ারি দক্ষিণ দিনাজপুর জেলায় দুটি পুরসভায় নির্বাচন৷ বালুরঘাট এবং গঙ্গারামপুর পুর এলাকাতেই কোনও স্পর্শকাতর বুথ নেই বলে খবর। যদিও  স্পর্শকাতর বুথ না থাকলেও সবসময় জন্য পুলিশের পক্ষ থেকে কুইক রেসপন্স টিম মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার রাহুল দে।

 

রবিবার ২৭ ফেব্রুয়ারি দক্ষিণ দিনাজপুর ( Dakshin Dinajpur  Election 2022 ) জেলায় দুটি পুরসভায় নির্বাচন৷ একটি বালুরঘাট এবং গঙ্গারামপুর পুরসভা নির্বাচন (Balurghat and Gangarampur  Municipal Election 2022) । এই দুটি পুরসভাই অনেক পুরোনো। বালুরঘাট পুরসভা - ১৯৫৮ সালে গঠিত।  গঙ্গারামপুর পুরসভা  ১৯৯৩ সালে গঠিত৷ তবে এখানে পুর এলাকাতেই কোনও স্পর্শকাতর বুথ নেই বলে খবর। যদিও তার জন্য কোনও ঝুকি নিতে চায় না কমিশন (WB Election Commission)। কারণ এমনিতেই এবার কেন্দ্রীয় বাহিনী দিয়ে বিজেপির ভোট করার আবেদন খারিজ হয়েছে কোর্টে। কোর্ট কমিশনকে স্পষ্ট করেছে যদিও কোনও অশান্তির ঘটনা ঘটে তার দায় নিতে হবে কমিশনকেই। সুতরাং  স্পর্শকাতর বুথ না থাকলেও এখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। বালুরঘাট ও গঙ্গারামপুর পুরসভার জন্য ৬৫০ জন পুলিশ নিয়োগ রয়েছে। দুটি পুরসভায় মিলিয়ে প্রায় ৮০০ জন ভোট কর্মী রয়েছে।  কোনওরকম সমস্যা হলে পরে সবসময় জন্য পুলিশের পক্ষ থেকে কুইক রেসপন্স টিম মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার রাহুল দে (Rahul Dey)।

বালুরঘাট পুরসভার ভোট ২০২২- লাইভ-(Balurghat Municipal Election 2022)

Latest Videos

 বালুরঘাটে ভোটদানের হার, সন্ধ্যা ৬ঃ৪৩ মিনিট

বিকেল ৫ টা অবধি বালুরঘাটে ভোটদানের হার ৭৭.৩৪ শতাংশ 

বালুরঘাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিএলআরও অফিসে দেদারে ছাপ্পার অভিযোগ, বিকেল ৪ঃ৪৩মিনিট

বালুরঘাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিএলআরও অফিসে দেদারে ছাপ্পার অভিযোগ। তীর তৃণমূলের দিকে। বালুরঘাট পৌরসভার নতুন ১ নম্বর ওয়ার্ডের ১, ২ ও ৩ নম্বর বুথে বিজেপি প্রার্থীর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা করানোর। বহিরাগতরা এসে ছাপ্পা করাচ্ছেন। বিজেপি প্রার্থী বাধা দিলে পরে বহিরাগত তৃণমূলের সঙ্গে জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী অরিজিৎ মহন্ত। এই ওয়ার্ডে দীর্ঘক্ষণ ধরে তৃণমূলের তরফ থেকে ছাপ্পা চালানো হচ্ছে বলে অভিযোগ। যদিও তৃণমূলের পাল্টা অভিযোগ এই ওয়ার্ডে বিজেপি ছাপ্পা চালাচ্ছে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় বালুরঘাট শহরের ১ নম্বর ওয়ার্ডের পুলিশ লাইন এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে অতিরিক্ত পুলিশ সুপার মহঃ  নাসিম সহ বিশাল পুলিশবাহিনী। পরে পুলিশ ভিড় সরিয়ে দেয়। 

বেলা ১ টা অবধি ভোটের হার, দুপুর ২ঃ৫মিনিট

বালুরঘাটে দুপুর ১ টা অবধি ভোটের হার ৪৮ শতাংশ।

বালুরঘাট পৌরসভায় ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, সকাল ১০ঃ২৫ মিনিট

বালুরঘাট পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের ৭৫ ও ৭৬ নাম্বার বুথ বগুরা কলোনিতে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বুথের ১০০ মিটারের মধ্যে রয়েছে তৃণমূলের ঠেক।সেখান থেকে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে। সাংবাদিকদের ক্যামেরা দেখে অন্য তৃণমূল কর্মী সমর্থকদের পালিয়ে যেতে বলেন নেতৃত্ব।  

বালুরঘাট পুরসভায় ইভিএম বিকল, সকাল ৭ঃ৫২ টা

বালুরঘাট পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের ৩৭ নাম্বার বুথ( বিজেপি রাজ্য সভাপতির বুথ), ১৩ নম্বর ওয়ার্ডের ৩৮ নম্বর বুথের ইভিএম বিকল।

বালুরঘাট পুরসভা - ১৯৫৮ সালে গঠিত। বালুরঘাটে মোট বুথ ৮৫ টি রয়েছে। পুর এলাকাতেই কোনও স্পর্শকাতর বুথ নেই বলে খবর। বালুরঘাটে মোট ভোটার ৬৯ হাজার ৮৫৩ জন। বালুরঘাটের ২৫ টি ওয়ার্ডের মোট ৮৯ জন প্রার্থী ভোটে লড়ছেন। বালুরঘাট ৯ টি সেক্টর রয়েছে। এই পুরসভায় পানীয় জল সরবারহ, আলো, নোংরা পরিস্কার-সহ নিকাশী ব্যবস্থাকে প্রাধান্য দেওয়া হয়েছে। 

গঙ্গারামপুর পুরসভার ভোট ২০২২- লাইভ- (Gangarampur Municipal Election 2022)

ছাপ্পা ভোটের প্রতিবাদে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধেই, দুপুর ৩ঃ৫০মিনিট

ছাপ্পা ভোটের প্রতিবাদ করায় তৃণমূল কর্মীদের মার ধরের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধেই। রবিবার গঙ্গারামপুর পুরসভার ৯ নং ওয়ার্ড বোড়ডাঙ্গী এলাকায়  তৃণমূলের দুই কর্মী ভোট দিতে এলে তাদের কে আটকে দেওয়া হয়। অভিযোগ ছাপ্পা ভোট না দিয়ে নিজেরা ভোট দিতে চেয়েছিলেন তারা। এর পরই বুথের পাশে বেধড়ক মার ধর করা হয় দুই তৃণমূল কর্মীকে। এই ঘটনার প্রতিবাদে এলাকার সকল মহিলারা ভোটকেন্দ্রের পাশে ধরনায় বসে যান রাস্তায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ভোট কেন্দ্রে এসে পৌঁছান মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য সহ অন্যান্যরা।আহত দুই অমল কর্মীর অভিযোগ তারা বিপ্লব মিত্রর অনুগামী।পাশাপাশি গৌতম দাসের অনুগামীরা ছাপ্পা ভোট দিতে বাধা দেওয়ায় মারধর করেছে তাদের।*

 

বেলা ১ টা অবধি ভোটের হার, দুপুর ২ঃ৬ মিনিট

গঙ্গারামপুর পৌরসভায় দুপুর ১ টা অবধি ভোটের হার ৫৬ শতাংশ।

গঙ্গারামপুর পৌরসভায় সিপিআইএম কর্মীকে মারধরের অভিযোগ, দুপুর ২টা

দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে এক সিপিআইএম কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। অবজারভারের সামনে মারধর করা হয় বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আক্রান্ত বাম কর্মীর নাম তোতন হালদার। এই ওয়ার্ডে প্রথম থেকে বুথ জ্যাম ও ভোট লুঠ করার অভিযোগ উঠেছে৷ 

গঙ্গারামপুর পৌরসভায় বুথ জাম ও ছাপ্পা ভোটের অভিযোগ, সকাল ৮ঃ৪২টা

গঙ্গারামপুর পৌরসভার তিন নাম্বার ওয়ার্ডের বুথ জাম ও ছাপ্পা ভোটের অভিযোগ উঠে তৃণমূলের বিরুদ্ধে। পাশাপাশি বিরোধী দলের এজেন্টদের বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠে। পাশাপাশি বিজেপি প্রার্থীকেও বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী।

গঙ্গারামপুরে ইভিএম বিকল, সকাল ৮ টা

ভোট শুরু হতে না হতেই ভোগান্তি। গঙ্গারামপুর এর ১২ নম্বর ওয়ার্ডের ২৭ নম্বর বুথের ইভিএম বিকল।

গঙ্গারামপুর পুরসভা  ১৯৯৩ সালে গঠিত৷ এবং গঙ্গারামপুরে মোট বুথ ৫৯ টি। দুটো পুর এলাকাতেই কোনও স্পর্শকাতর বুথ নেই। গঙ্গারামপুরে ৪৬ হাজার ৩৩৭ জন৷ অন্যদিকে গঙ্গারামপুরে ১৮ টি ওয়ার্ডে মোট ৫৬ জন প্রার্থী ভোটে লড়ছেন। এবং গঙ্গারামপুরে ৭ টি সেক্টর রয়েছে। গঙ্গারামপুর পুরসভাতেও নিকাশা ব্যবস্থা, জল সরবারহর পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থাকে প্রাধান্য দিয়েছে তৃণমূল সহ বিভিন্ন রাজনৈতিক দল।

 

Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
অসমে অ্যাকশন শুরু! খপাখপ শয়তান জঙ্গিগুলোকে ধরল পুলিশ | Murshidabad Latest News | Bangla News
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন