মধ্য়রাতের আগিনের লেলিহান শিখা, পুড়ে খাক বারুইপুরের কাপড়পট্টি, দেখুন ভিডিও

Published : Aug 04, 2020, 10:04 AM IST
মধ্য়রাতের আগিনের লেলিহান শিখা, পুড়ে খাক বারুইপুরের কাপড়পট্টি, দেখুন ভিডিও

সংক্ষিপ্ত

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা বারুইপুরে মধ্যরাতের এই অগ্নিকাণ্ড যেন বিভীষিকা ছড়াল  রাতারাতি রুটি-রুজি হারালেন অন্তত ২০০ ব্যবসায়ী কীভাবে আগুন লাগল- তার কারণ জানা যায়নি

কেউ কাঁদছেন। কেউ যন্ত্রণায় ছটপট করছেন। চোখ দিয়ে বেরিয়ে আসা জল, এক বুক হাহাকার যেন মধ্যরাতের আকাশ ফাটিয়ে চিৎকার করে বলতে চাইছে- আর কত? ২০২০ যেন সত্যি সত্যি বিষ-পানের মতোই হয়ে যাচ্ছে প্রতিটি মানুষের কাছে। করোনার অতিমারীর সঙ্কটে সাধারণ মানুষের জীবন আজ বিপর্যস্ত। সংক্রমণের আতঙ্ক কেড়েছে কাজ, ধসিয়ে দিয়েছে অর্থনীতির কাঠামো। বহু মানুষ আজ বিশ্বজুড়ে অভুক্ত। তারমধ্যে সংক্রমণের আক্রমণে আসছে প্রিয়জনকে হারানোর দুঃসংবাদ। আতঙ্কের এই পরিবেশে আর আতঙ্কিত হতে পারছে না মানুষ। কিন্তু, আতঙ্ক কাটিয়ে সুস্থ জীবনের প্রার্থনা করলেও কি কোনও ফল ফলছে। সেই প্রশ্নই যেন বারবার তুলে আনলেন বারুইপুরের কাপড়পট্টির অসংখ্য ব্যবসায়ী। যারা মধ্যরাতের আগুনের লেলিহান শিখায় হারিয়েছেন রুটি-রুজির শেষ সম্বল। এক হাহাকার মাখা ক্রন্দন ধ্বনি যেন বিষিয়ে তুলে দিয়েছে বারুইপুরের কাছারি বাজারের কাপড়পট্টিকে। রাতভরের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে ঠিক-ই। কিন্তু ছাই-ভস্মমাখা আর ধিকিধিকি করে জ্বলা আগুনের শিখা যেন বলে দিচ্ছে এই শেষ থেকে উঠে দাঁড়ানোর রাস্তাটা কোথায়? 

PREV
click me!

Recommended Stories

Dilip Ghosh: ‘মোদীজি বাংলার জঙ্গল রাজ ২৬-এই পরিষ্কার করবেন!’ সাফ বার্তা দিলীপের
বাংলাদেশে দীপু দাসের হত্যা, প্রতিবাদে শিলিগুড়িতে মিছিল, পোড়ানো হল ইউনুসের কুশপুত্তলিকা | Bangladesh